ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

হাওড়া স্টেশন উড়িয়ে দেবার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
হাওড়া স্টেশন উড়িয়ে দেবার হুমকি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হাওড়া স্টেশন উড়িয়ে দেবে জইশ-ই-মহম্মদ, এমন একটি চিঠি এসেছে হাওড়া স্টেশনের ডিআরএম অফিসে।

কলকাতা: হাওড়া স্টেশন উড়িয়ে দেবে জইশ-ই-মহম্মদ, এমন একটি চিঠি এসেছে হাওড়া স্টেশনের ডিআরএম অফিসে।

সোমবার (১২ ডিসেম্বর)এই চিঠি খোলার পরপরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় কলকাতার হাওড়া স্টেশন।

অন্য দিনগুলোর তুলনায় সোমবার স্টেশনের প্রবেশপথের নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্টেশন চত্বরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ কুকুর।

চিঠিতে বলা হয়েছে, দাবি মতো টাকা না পাঠালে হাওড়া স্টেশনসহ বড় স্টেশনগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নামে শনিবার ডাকযোগে চিঠিটি এসে পৌঁছে হাওড়া ডিভিশনের ডিআরএম এর অফিসে।

সোমবার মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশি ছাড়া কাউকেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রতিটি গেটে রাখা হয়েছে কড়া নিরাপত্তা।

বাংলাদেশ সময়:১৪৫৪ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।