ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতার পিজি হাসপাতালে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
কলকাতার পিজি হাসপাতালে আগুন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

কলকাতার সর্ববৃহৎ সরকারি হাসপাতাল এসএসকেএম (পিজি) হাসপাতালের একটি ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কলকাতা: কলকাতার সর্ববৃহৎ সরকারি হাসপাতাল এসএসকেএম (পিজি) হাসপাতালের একটি ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। হাসপাতালের ওই ভবনের প্রতিটি ফ্লোরে প্রচুর রোগী ভর্তি রয়েছেন।
 
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছায় দমকলের চারটি ইউনিট। এ সময় রোগী, রোগীর আত্মীয় এবং কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
 
অগ্নিকাণ্ডের বিষয়ে জানা যায়, রোনাল্ড রস ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। আতঙ্কিত রোগীরা হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেন।
 
পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, সব রোগীকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে পৌঁছান।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।