ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মোদিকে নিয়ে নোবেল বিষয়ে কোনো বক্তব্য দেননি অ্যাসলে তোজে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
মোদিকে নিয়ে নোবেল বিষয়ে কোনো বক্তব্য দেননি অ্যাসলে তোজে

কলকাতা: ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার’, নরওয়ের নোবেল প্রাইজ কমিটির ডেপুটি নেতা অ্যাসলে তোজের এমন বক্তব্যের বরাত দিয়ে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হচ্ছে।  

বলা হচ্ছে, ভারত সফরে এসে বৃহস্পতিবার (১৬ মার্চ) নরওয়ের নোবেল প্রাইজ কমিটির ডেপুটি নেতা অ্যাসলে তোজে মোদির প্রসংশা করে এমনটাই জানিয়েছেন।

কিন্তু অ্যাসলে তোজে এ ধরনের কোনো বক্তব্য দেননি। তিনি নিজেই জানিয়েছেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। এ সংবাদের ভিত্তি নেই।  

গত ১৪ মার্চ শান্তি এবং বিকল্প উন্নয়নের মডেল বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন নোবেল প্রাইজ কমিটির সদস্য অ্যাসলে তোজে। অনুষ্ঠানের পর তিনি সংবাদমাধ্যমের সাথেও কিছু বিষয় নিয়ে আলাপ করেন। এরপরই ভারতের একাধিক সংবাদমাধ্যমে তোজের বরাতে বিভ্রান্তিকর সংবাদটি ছড়িয়ে পড়ে।  পরে বাংলাদেশের কিছু অনলাইন পত্রিকায় সংবাদটি প্রকাশ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
ভিএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।