ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

জেনে নিন আপনার আজকের রাশিফল

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
জেনে নিন আপনার আজকের রাশিফল

আজ ১৮ কার্তিক ১৪২৯, ৩ নভেম্বর ২০২২, ০৭ রবিউস সানি ১৪৪৪ রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

এটি যদি আপনি মানেন, জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ রাশি: স্বাস্থ্য নিয়ে নজর দিন। কেউ কিছু বললেই শোনা বন্ধ করুন। অর্থ সম্পর্কিত উদ্বেগ থাকবে। হঠাৎ করেই বিপদ ঘটে যাবে। সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আবেগ নিয়ে কথা বলবেন না।

বৃষ রাশি: সন্দেহ থাকবে। পরাজয় হতে পারে। আর্থিকভাবে সবল থাকবেন। শিক্ষায় চিন্তা থাকবে। ফাঁকা সময়কে ভাল ভাবে কাজে লাগান। ব্যক্তিত্ব ভাল রাখুন। পেশায় দক্ষতা প্রয়োজন।

মিথুন রাশি: নানা ভাবে মানুষের সঙ্গে মিলে যাবেন। আপনার কাছে যথেষ্ট সময় হবে তাই মন খুলে কথা বলুন। আচরণ ভাল রাখুন। অযাচিত কাজে এগোবেন না। নানা বিষয়ে অন্যের থেকে সহায়তা পাবেন।

কর্কট রাশি: মুখোমুখি সংঘাত ঝামেলায় ফেলবে। নানা ধরনের চিন্তাভাবনা আপনাকে জর্জরিত রাখবে, মন থেকে ভাল থাকুন। গুরুত্ব বুঝেই কাজ করুন। অজানা ব্যাক্তিকে এড়িয়ে চলুন। এলাকায় সাবধান।

সিংহ রাশি: উচ্ছাস বজায় রাখুন। বেশ কিছু উপদেশ মেনে চললেই ভাল। অর্থনৈতিক সুবিধা থাকবে। বিতর্ক থেকে দূরে। ভালবাসার মানুষের থেকে আঘাত পেতে পারেন। মন থেকে শক্ত হতে হবে।

কন্যা রাশি: আশা ছাড়বেন না। পেশায় উজ্জ্বল দিক আসবে। প্রত্যাশা অনুযায়ী কাজ হবে। অযাচিত হস্তক্ষেপ করবেন না। অহেতুক চাপ নেবেন না। মিষ্টি ভালবাসা দেখা দেবে।

তুলা রাশি: শরীর গোলমেলে থাকবে। আর্থিক জোগান থাকবে। পরনিন্দা থেকে দূরে থাকুন। নিজের কাজের ওপর বিশ্বাস রাখতে হবে। বয়স্কদের পরামর্শে আর্থিক লাভ।

বৃশ্চিক রাশি: সামাজিক অনুষ্ঠানে অংশ নিন। চেষ্টা করুন যাতে প্রেমে উন্নতি হয়। কর্মে ভালই প্রভাব থাকবে। বদ অভ্যাস রাখলেই বিপদ। প্রেমে নির্দেশ দেওয়া বন্ধ করুন। আপনি চাইলেই আপনি এগোতে পারবেন।

ধনু রাশি: আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। অস্বাভাবিক আচরণে মুশকিলে পড়বেন। হতাশ হতে পারেন। টাকাকড়ি পরিশোধ হবে। ধৈর্য রাখুন। বেশি ক্ষমতা দেখানোর আজকে দরকার নেই। বিবেচনার ক্ষমতা ধরে রাখতে হবে।

মকর রাশি: বন্ধুদের থেকে ভাল কিছু শিখবেন। এমন কিছু করবেন না যাতে নিজের ধৈর্য হারিয়ে যায়। কাজের চাপ থাকবে। চাপে থাকবেন। ভবিষ্যতের পরিকল্পনা করুন। প্রেম থেকে সাবধান।

কুম্ভ রাশি: বিনিয়োগ মারাত্মক লাভ এনে দেবে। সিদ্ধান্ত আজকে না নিলেই ভাল। অযথা কাউকে দোষারোপ করবেন না। সাধু ব্যক্তির আশীর্বাদে মনে শান্তি থাকবে। ব্যবসায় লাভ। জীবনে নতুন আনন্দ।

মীন রাশি: নিজের আগ্রহকে বাঁচিয়ে রাখুন। ধৈর্য রাখতে হবে। প্রকৃত প্রেম খুঁজে পাবেন। অকাজে সময় শেষ করবেন না। এমন চিন্তাভাবনা রাখুন যাতে ওপরের উপকার হয়। কারওর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।