ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্মক্ষেত্রে উন্নতি কুম্ভের, প্রেমে সমস্যা সিংহের

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
কর্মক্ষেত্রে উন্নতি কুম্ভের, প্রেমে সমস্যা সিংহের

আজ ২৭ শ্রাবণ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ১১ আগস্ট ২০২২ এবং ১২ মহররম ১৪৪৩ রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  

নিজের ব্যাপারে ইতিবাচক মানসিকতা তৈরি করুন। ভুল নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই। প্রেম যোগে সমস্যা আছে। যাত্রা যোগ শুভ। শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

স্ত্রীর সঙ্গে মতপার্থক্যের কারণে ছোটখাটো সমস্যা ঘরের শান্তি বিঘ্নিত করতে পারে। প্রেম জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সতর্ক থাকা দরকার। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৩১

মিথুন: (২২মে – ২১ জুন)

যে কোন ধরনের নেশা ছাড়ুন বিশেষ করে হার্টের রোগীরা। আজ সহজেই বন্ধুকে দেওয়া ঋণ জোগাড় করতে পারবেন। নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির জোগাড় সম্ভব হবে। যাত্রা যোগে বাধা। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৬

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সাবধানে থাকতে হবে। শুধুমাত্র নিজের কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে এক বা একাধিক মানুষ। প্রেম যোগ শুভ। আর্থিক যোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৩১

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  

বন্ধু বা কোন একজন প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে। এই বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রেমের ক্ষেত্রে সমস্যা আছে। কর্মযোগ শুভ। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :১৮

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আপনার কাজের শৈলী এবং কাজকর্ম ভালো হবে। কাজ করার অনন্য উপায়গুলি অন্যদের অবাক করবে। প্রেম যোগ শুভ। আর্থিক যোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬১

তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)

কিছু ঘটতে পারে এবং যা বিবাহিত জীবনকে উন্নত করবে। প্রেমের জন্য দিনটি শুভ। কর্মে উন্নতির যোগ আছে। প্রেম যোগ শুভ। শুভ দিক উত্তর।
শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৭

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। প্রেমের জন্য দিনটি শুভ। নতুন বন্ধু হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ৩৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

নতুন কাজের ক্ষেত্রে মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। প্রেমের সফলতার যোগ আছে। তবে প্রেম–দাম্পত্যে সমস্যা আসবে। আর্থিক দিকে সমস্যা আছে। শুভ দিক দক্ষিণ। শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা: ২৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  

দূষিত বাতাবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত। যাত্রা যোগে শুভ ফল এবং উপহার লাভ হবে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। আর্থিক যোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  

স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন। চিকিৎসার জন্য অযথা দেরি আপনাকে সমস্যায় ফেলতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। প্রেম যোগ শুভ। শুভ দিক পশ্চিম। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১১
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কাজের জন্য আগে নিজেকে প্রস্তুত করুন। পরীক্ষার সম্মুখীন হতে পারেন। প্রেম যোগ শুভ। আর্থিক যোগে ইতিবাচক ফল পাওয়া যাবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং:বাদামি,  শুভ সংখ্যা: ২১

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।