ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

অবিবাহিত মীনের সুখবর, মিথুনের প্রেমে বদনাম

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
অবিবাহিত মীনের সুখবর, মিথুনের প্রেমে বদনাম

আজ ০৬ শ্রাবণ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ২১ জুলাই ২০২২ এবং ২১ জিলহজ ১৪৪৩ রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল

মনের উপর চাপ সৃষ্টি করতে পারে। সাহিত্যিকদের সাহিত্য সৃষ্টির ব্যাপারে উৎসাহ বৃদ্ধি পাবে। নতুন কোনো পরিকল্পনা সফল হবে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। চলাফেরায় সতর্ক থাকবেন।

বৃষ ২১ এপ্রিল-২০ মে

রাস্তা-ঘাটে সাবধানে চলাচল করবেন। ক্ষুদ্র পোশাক পরিচ্ছদ বিক্রেতাদের আশানুরূপ লাভ হবে না। কোন অঙ্গের অসাড়তার জন্য সতর্ক হবেন।  

মিথুন ২১ মে-২০ জুন

প্রেমের ক্ষেত্রে বদনাম হবে। তর্ক-বিবাদে জড়াবেন না। জমিজমা সংক্রান্ত ব্যাপারে সমস্যা বৃদ্ধি পাবে। পারিবারিক সমস্যার সমাধান হবে।

কর্কট ২১ জুন-২০ জুলাই

শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি ঘটবে। উচ্চপদাধিকারীদের অন্যত্র বদলির সম্ভাবনা। পরিবারের চিরপ্রচলিত কোনো অনুষ্ঠানে বাধা পড়ার আশঙ্কা।  

সিংহ ২১ জুলাই-২১ আগস্ট

বেকারদের কোনো সুযোগ আসবে। নতুন কাজের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। ঠিকাদারি কাজে কোন বাধা আসতে পারে। ভ্রমণ শুভ।

কন্যা ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর

পরিবারের কারোর জন্য অশান্তি হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পাবেন। অবহেলার কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ভ্রমণ শুভ।

তুলা ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

কেউ ক্ষতি করতে পারে। সন্তানদের জন্য কোন কারণে দুশ্চিন্তা হবে। বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি। মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।  

বৃশ্চিক ২৩ অক্টোবর - ২১ নভেম্বর

ব্যবসাক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোন বিপরীত লিঙ্গের দ্বারা সমস্যার সৃষ্টি হবে। অবিবাহিতদের বিবাহের ব্যাপারে অগ্রগতি ঘটবে।  

ধনু ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর

পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। চাকরিক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। কাউকে কোন ব্যাপারে বিমুখ করে শেষে দুঃখ পেতে পারেন।  

মকর ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

সন্তানের কারণে অর্থব্যয় হবে। পারিবারিক ক্ষেত্রে ঝামেলা হবে। অর্থ সংকটে পড়বেন। আপনার কোন পরিকল্পনা বাস্তবায়িত হবে।

কুম্ভ ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

পরীক্ষার্থীদের সময়টা অনুকূল বলা যায়। সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দ পাবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হবার সুযোগ আসবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। অবিবাহিতদের বিবাহের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাবে। সাহিত্যিকদের কোন লেখা বিশেষভাবে সমাদৃত হবে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।