ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

ভুলের জন্য আফসোস কুম্ভের, আর্থিক উন্নতিতে সঞ্চয় বৃষের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
ভুলের জন্য আফসোস কুম্ভের, আর্থিক উন্নতিতে সঞ্চয় বৃষের রাশিফল

আজ ১৫ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৯ জুন ২০১৮ ইং এবং ১৩ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি: কৃষ্ণ প্রতিপদ, নক্ষত্র: পূর্বষাঢ়া। সূর্যোদয় ৫:১৫ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা। 

প্রকৃতিগতভাবে আপনি: অস্থিরমনা ও নরম গরম ভাব যুক্ত। এদের মনের মধ্যে দ্বিবিধ ভাব বেশি থাকে, একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণা করে।

কখনও বিশ্বাস করে আবার কখনও সন্দেহ করে। কখনও কৃপণ, কখনও ব্যয়বহুল, কখনও কুটিল, কখনও সরল, প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের বৈশিষ্ট্য।  জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী

মেষ ২১ মার্চ - ২০ এপ্রিল
নিজের জেদ ও হঠকারিতা ত্যাগ করলে সব কাজে সাফল্য লাভ করতে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বাড়বে। বাড়বে সুনাম।  
বৃষ ২১ এপ্রিল - ২০ মে
আর্থিক উন্নতি হলেও সঞ্চয় হবে না। ব্যবসায় বিশেষ অর্থ আসবে না। দ্রব্যমূল্য বাড়ায় লভ্যাংশ কমবে। আর্থিক চিন্তা বাড়বে।
মিথুন ২১ মে - ২০ জুন
মজুতদারি ব্যবসায় লাভবান হবেন। ব্যবসায়ীদের কোনো অসুবিধায় পড়তে হতে পারে। চাকরির ক্ষেত্রে শুভ ফলের আশা করতে পারেন।  
কর্কট ২১ জুন - ২০ জুলাই
যন্ত্রপাতি বা ধারালো জিনিস নিয়ে কাজ করার সময় সাবধানে থাকবেন। বিয়ের যোগাযোগ হওয়ার সম্ভাবনা। সময়টা আপনার অনুকূল নয়।  
সিংহ ২১ জুলাই - ২১ আগস্ট
সরকারি কাজে বাইরে যাওয়ার সম্ভাবনা। অযথা কারও সঙ্গে তর্ক-বিবাদে যাবেন না। চাকরিক্ষেত্রেও দুর্ভাবনার কারণ ঘটতে পারে।
কন্যা  ২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর
বাবা-মায়ের অসুখ চিন্তায় ফেলবে। পারিবারিক শান্তিবজায় থাকবে। বৈষয়িক ব্যাপারে মামলা-মোকদ্দমায় না যাওয়াই মঙ্গল।
তুলা ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
নতুন ব্যবসায় অর্থ বিনোয়োগ করতে হতে পারে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। অর্থব্যয় বা ঝঞ্ঝাটের আশঙ্কা।  
বৃশ্চিক ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলবেন। কোনো পরীক্ষার ব্যাপারে ভালমতো প্রস্তুতি নেবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। সাংসারিক ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক চিন্তা বাড়বে।
ধনু ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
চাকরিক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কা। আর্থিক লেনদেনের ব্যাপারে সর্তক থাকবেন। কারখানায় নিযুক্ত ব্যক্তিদের পাওনা অর্থ পেতে বিলম্ব হবে।  
মকর ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
ন্যায্য কোনো ব্যাপারে বঞ্চিত হতে পারেন। ঘনিষ্ঠ কারও ব্যবহারে মানসিক দুঃখ পাবেন। নিজের শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন।  
কুম্ভ ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
কিছু অর্থ আদায় করতে পারবেন। কোনো ব্যাপারে পরিবারের অন্যদের সঙ্গে অশান্তির আশঙ্কা। কোনো ভুলের জন্য আফসোস করবেন।  
মীন ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
চাকরিপ্রার্থীদের জন্য সময়টা অনুকূল নয়। পত্নীর জন্য কোনো কারণে দুশ্চিন্তা হবে। চাকরিক্ষেত্রে কোনো ব্যাপারে মনের উপর চাপ পড়বে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।