ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

সিংহের বিদেশ ভ্রমণ, বৃশ্চিকের পারিবারিক চিন্তা বাড়বে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
সিংহের বিদেশ ভ্রমণ, বৃশ্চিকের পারিবারিক চিন্তা বাড়বে রাশিফল

আজ ১৩ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৭ জুন ২০১৮ ইং এবং ১১ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল চতুর্দশী, নক্ষত্র : জ্যেষ্ঠা। সূর্যোদয় ৫:১৪ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগত ভাবে আপনি: এরা কৃষিকাজে ও গ্রামাঞ্চলে ভ্রমণে খুব ভালো পায়। এই রাশির জাতক শান্ত, কিন্তু কোনো কারণবশত রাগ উঠলে জ্ঞানশূন্য হয়ে পড়ে।

এরা দৃঢ়প্রতিজ্ঞ, জেদী, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। জাতকের অপ্রিয়সত্য বলার সাহস থাকে। নিজ মনে চলতে ভালোবাসে। এরা অন্যায় সহ্য করে না। শীতকাল প্রিয় হয়। এদের জীবনে অগ্নিভয় থাকে।

..মেষ ২১ মার্চ-২০ এপ্রিল
হঠাৎ বদলির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি শুভ গ্রহের প্রভাবে শুভ ফল লাভ হবে। চাকরিক্ষেত্রে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

..বৃষ ২১ এপ্রিল-২০ মে
সাংসারিক ব্যয়বৃদ্ধির ফলে অশান্তি দেখা দিতে পারে। সাংবাদিকতার কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

...মিথুন ২১ মে-২০ জুন
শাসন বিভাগে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা আছে কন্যা বা ভগ্নীর বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। শরীর সম্বন্ধে সতর্ক থাকবেন।

...কর্কট ২১ জুন-২০ জুলাই
কোনো কারণে মন বিক্ষিপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।

...সিংহ ২১ জুলাই-২১ আগস্ট
কর্ম উপলক্ষে বাইরে যাবার সম্ভাবনা আছে। কোনো ভ্রাতার অসুস্থার জন্য চিন্তা হবে। আর্থিক কোনো পরিকল্পনা সার্থক হতে পারে।

..কন্যা  ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর
কোনো সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরিক্ষেত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।

..তুলা ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
নতুন কাজের অর্ডার পেয়ে উৎসাহ বৃদ্ধি পাবে। আপনার অমিতব্যয়ীতার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন। সঞ্চয়ের উপর হাত পড়তে পারে।

...বৃশ্চিক ২৩ অক্টোবর-২১ নভেম্বর
বয়স্ক ব্যক্তিদের অবসর নেওয়ার সম্ভাবনা। পারিবারিক চিন্তা থাকবে। পুরাতন রোগে চিকিৎসা প্রণালী পরিবর্তনে সুফল পেতে পারেন।

...ধনু ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কিছু বিঘ্ন আসতে পারে। দুঃখ পেতে পারেন। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন। হঠাৎ পরিবর্তন আসতে পারে।

...মকর ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
বেকারদের কোনো সুযোগ আসবে। ব্যস্ত সময় কাটবে।   মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে।

...কুম্ভ ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
স্নায়ুপীড়া দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি হবে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেলেও হাতে অর্থ আসবে।

...মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ সময়। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে।

বাংলাদশে সময়: ০৮১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।