ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

কলহ এড়িয়ে চলুন সিংহ, শরীরের যত্ন নেবেন তুলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
কলহ এড়িয়ে চলুন সিংহ, শরীরের যত্ন নেবেন তুলা রাশিফল

আজ ৫ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৯ জুন ২০১৮ ইং, ৩ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার। তিথি: শুক্ল ষষ্ঠী, নক্ষত্র: পূর্বফাল্গুনি। সূর্যোদয়: ৫:১৩ ও সূর্যাস্ত: ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী।

প্রকৃতিগত ভাবে আপনি: আত্মবিশ্বাসী মনে হলেও এদের মন অতি সহজেই আহত হয়। এদের মধ্যে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব কাজ করে।

যে কোন পেশায় লেগে থাকলে এরা যশ খ্যাতির অধিকারী হতে পারে। এরা স্নেহপ্রবণ কিন্তু এর বহিঃপ্রকাশ না থাকায় অনেকেই এদের ভুল বুঝতে পারে। ঘর-সংসারের প্রতি এদের ভালোবাসা ও আন্তরিকতা যথেষ্ট।

..মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকবেন। পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের সময়টা অনুকূল। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। কোন আত্মীয়ের জন্য দুর্ভাবনা ও অর্থব্যয়।

..বৃষ: ২১ এপ্রিল - ২০ মে
কৃষিজীবীদের দুশ্চিন্তার কারণ ঘটতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা। ক্ষমতার বাইরে কোনো কাজের ঝুঁকি নেবেন না। তর্ক-বিবাদ সর্বদা এড়িয়ে চলবেন। কোন নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন। মাতা ও স্ত্রীর সহানুভূতি লাভ করবেন।

...মিথুন: ২১ মে - ২০ জুন
অবিবাহিত মেয়েদের ফাঁদে পড়ার সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন। বৃহৎ প্রতিষ্ঠানের উচ্চপদাধিকারীরা আইনি অসুবিধায় পড়তে পারেন।

...কর্কট: ২১ জুন - ২০ জুলাই
সন্তানের জন্য চিন্তা হবে। শারীরিক অসুস্থতার জন্য কাজকর্মে ক্ষতি হওয়ার সম্ভাবনা। কারিগরী ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতি।

...সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
শিক্ষিত মহিলাদের চাকরি লাভ ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। আগুন বা ধারালো জিনিস থেকে সাবধান। প্রতিবেশীর সঙ্গে কলহ থেকে দূরে থাকবেন।
 
..কন্যা: ২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর
অযথা বদনাম হতে পারে। ভ্রমণকালে কোন অসুবিধা বা ক্ষতির আশঙ্কা আছে। সাহিত্যিক ও শিল্পীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

..তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
কোন সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। শরীরের প্রতি যত্ন নেবেন। ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করতে হতে পারে। শিক্ষার্থীদের সমস্যা মিটবে।

...বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
ব্যবসায়ে অর্থ পেতে বিলম্ব হতে পারে। সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অর্থ চিন্তা থাকবে। বাবা বা কোনো ভাইয়ের সাহায্য পেতে পারেন।
 
...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
মাথা ঠাণ্ডা রেখে কাজকর্ম করবেন। মানসিক চিন্তা কিছুটা কমবে। চাকরিক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে।

...মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
কোন সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। মেয়ে বা বোনের বিয়ের যোগাযোগ আসতে পারে। চাকরিক্ষেত্রে সুনাম পাবেন। স্বাস্থ্যভাব মধ্যম।

...কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
গৃহে কোন মঙ্গলানুষ্ঠান হতে পারে। হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায়ে আংশিক লাভ হবে। মনের কোন কথা কারো কাছে প্রকাশ করবেন না।

...মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। অনেক কাজ অসমাপ্ত থাকলেও আর্থিক অসুবিধা হবে না। মিতব্যয়ী হতে পারলে অসুবিধা হবে না।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।