ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

হাসিখুশি থাকবেন মীন, দুশ্চিন্তা করবেন না মিথুন

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
হাসিখুশি থাকবেন মীন, দুশ্চিন্তা করবেন না মিথুন আজ কেমন যাবে

আজ কেমন যাবে
তারিখ: ১৮/০৪/২০১৮

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
যদি সম্ভব হয় তাহলে নতুন ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। কাজের শেষে মজার জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন।

দৈনন্দিন কাজগুলি মনঃসংযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে শেষ করতে পারবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬১

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
কথা ও ক্রোধ নিয়ন্ত্রণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ যতদূর সম্ভব এড়িয়ে চলুন। প্রেম নিয়ে চূড়ান্তভাবে সংবেদনশীল হয়ে পড়বেন, যেটি নেতিবাচকতা নিয়ে আসতে পারে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯১

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
বুদ্ধিজীবী ও ব্যবসা সম্পর্কিত বিষয়গুলির জন্য সময়টি ভালো। কোনো আলোচনায় অসাধারণ হয়ে উঠবেন। সৃজনশীল কাজ প্রাধান্য দেওয়া উচিত। তবে কাজে মনঃসংযোগ ধরে রাখা কঠিন হতে পারে। সন্তানদের কোনো বিষয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
শান্তি ও আনন্দ পাবেন। কর্মক্ষেত্র ও আর্থিক দিকে নক্ষত্ররা ভালো প্রভাব ফেলবে। সহকর্মীরা কাজে সাহায্য করবেন এবং প্রশংসা করবেন। এতে আপনি খুবই আনন্দিত হবেন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭২

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
দিনটি অসংখ্য সুযোগ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সবাই কাজে খুশি হবেন। প্রেমযোগ শুভ। মনোরম এলাকায় ঘুরতে যেতে পারেন। আর্থিকযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
ব্যবসায় সমস্যার মধ্য দিয়ে যেতে পারেন, তাই মতবিরোধ এড়িয়ে যাওয়াই ভালো। কোনো আইনি বিষয় অথবা আদালত সংক্রান্ত বিষয়ে কাজ করার সময় সাবধান থাকুন। জেদ ও রাগের জন্য ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
সুন্দর ব্যবহার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো করবে। আর্থিক লাভ ও লাভদায়ী ব্যবসার সম্ভাবনা। প্রেমযোগ শুভ। বিবাহিতরা বৈবাহিক জীবনে শান্তি খুঁজে পাবেন। এটিকে কাজে লাগান।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
খরচ বাড়তে পারে। কাছের মানুষদের সঙ্গে পুনরায় দেখা হতে পারে। পরিবার ও বন্ধুরা পক্ষে থাকবেন। দাঁতের ব্যথা ও চক্ষু সমস্যায় ভুগতে পারেন। যাত্রাযোগে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
যদি কোনো প্রকল্পের পরিকল্পনা করে থাকেন তাহলে এটি তার জন্য আদর্শ সময়। আজ সাফল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রেও জয়লাভ করবেন। বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করার সম্ভাবনা। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩১

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
বেশ কয়েকটি বিষয়ে গভীর চিন্তা-ভাবনা করবেন। কোনো বুদ্ধিদীপ্ত কাজে লিপ্ত হবেন। প্রেম ও দাম্পত্য নিয়ে সংবেদনশীল থাকবেন। যাত্রাযোগ প্রতিকূলে নাও যেতে পারে। প্রেমযোগে বাধা আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
সবার মন জয় করতে সক্ষম হবেন। পরিচিতি বাড়বে। প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। নতুন কোনো কাজ শুরু করতে পারেন।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
রাশিচক্র জীবিকা ক্ষেত্রে ইতিবাচক সংকেত দিচ্ছে। ব্যবসায় লাভ হবে। আর্থিক লাভ হবে। খুব আনন্দিত ও হাসিখুশি থাকবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।