ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

মনের আনন্দ বাড়বে কুম্ভের, বৃষের পড়াশোনায় ভয়

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
মনের আনন্দ বাড়বে কুম্ভের, বৃষের পড়াশোনায় ভয় রাশিফল/ প্রতীকী

আজ কেমন যাবে
তারিখ: ১৪/০৯/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
অলসতার জন্য কোনো কাজের ক্ষতি হতে পারে। আপনার ব্যবহারে অপরের মনে কষ্ট।

স্বামী-স্ত্রীর কোনো বিষয়ে আলোচনা। ব্যবসার দিকে অপর কোনো ব্যক্তির সাহায্য লাভ। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
কাজের প্রতি আজ ঘৃণা আসতে পারে। পড়াশোনার জন্য ভয় ভাব। কর্মস্থানে কোনো নারীর জন্য অশান্তি থাকবে। গবেষণার কাজে সাফল্য লাভ হবে। বিনোদনে মনের আনন্দ বাড়বে। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
অপরের কাছে করুণার পাত্র হওয়ার জন্য মনে কষ্ট হবে। চাকরির স্থানে কঠিন কাজ করবার জন্য সুনাম বাড়বে। অর্থক্ষতির সম্ভাবনা। স্ত্রীর ব্যাপারে চিন্তা বাড়বে। শরীরের কোনো কষ্ট বাড়তে পারে। প্রেমযোগ শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
ভুল কাজ করবার জন্য মনে অনুতাপ হতে পারে। প্রেমের ব্যাপারে বিরহ-যন্ত্রণা বাড়বে, অপরের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ভালো ফল পাবেন না। প্রিয়জনের কাছ থেকে যন্ত্রণা পেতে পারেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২১

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
রক্তপাতের জন্য একটু সাবধানে চলাফেরা করা দরকার। সারাদিন ব্যস্ততার জন্য শরীরে ক্লান্তি আসতে পারে, কর্মস্থানে উন্নতির জন্য মনে আনন্দ বাড়তে পারে। শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। প্রেমের জন্য শুভ। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আজ ব্যয় বাড়তে পারে। অতিরিক্ত রাগের কারণে বিপদ আসতে পারে। নারীর কারণে কোনো প্রকার বিবাদ। ব্যবসার কোনো কারণে শত্রু বাড়বে। অন্যের শরীর নিয়ে চিন্তা। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
শিক্ষার জন্য কোনো সাফল্য বাড়বে। সামাজিক কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। ব্যবসায় বাড়তি আয়। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং: বেগুনি: শুভ সংখ্যা : ২ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
ব্যবসার জন্য নতুন সাফল্য। বাড়ির জন্য চিন্তা। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়বে। অপরের কাছে আজ অবহেলার পাত্র হতে পারেন। প্রেমযোগ মিশ্র। ভ্রমণের যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
কোনো লোকের প্রতি বিরোধী মনোভাব বাড়তে পারে। খেলাধুলায় জয়লাভ। কর্মচারী নিয়ে কোনো সমস্যা, রাস্তা ঘাটে খুব সাবধানে চলাফেরা করা দরকার। চাকরির জন্য সুযোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১১

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। মনের ইচ্ছাপূরণ হওয়ার জন্য মনে আনন্দ বাড়বে। অভিনেতাদের জন্য খুব ভালো সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রা। প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২১

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
অসম্পূর্ণ কাজের জন্য সময় ব্যয় করতে হবে। ভ্রমণের জন্য প্রচুর খরচ ও মনের আনন্দ বৃদ্ধি। কোনো কাজের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে হতে পারে। গুরুজনের জন্য মানসিক চাপ বৃদ্ধি। প্রেমযোগ শুভ। শারীরিক সমস্যা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
অসম্পূর্ণ কাজের জন্য সময় ব্যয় করতে হবে। ভ্রমণের জন্য প্রচুর খরচ ও মনের আনন্দ বৃদ্ধি। কোনো কাজের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে হতে পারে। গুরুজনের জন্য মানসিক চাপ।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।