ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

ধনুর শত্রুতে ক্ষতি, বৃষের সামাজিক কাজে যশ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ধনুর শত্রুতে ক্ষতি, বৃষের সামাজিক কাজে যশ ছবি: প্রতীকী

আজ কেমন যাবে
তারিখ: ১১/০৯/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য সকাল থেকে মনোকষ্ট বাড়বে। কোনো কঠিন সমস্যার সমাধান হতে পারে।

বিপদে সাহায্য পাবেন। প্রেমঘটিত বিষয়ে বদনাম হতে পারে। গুরুজনের সঙ্গে বিবাদ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বাড়িতে কোনো উৎপাত বাড়বে। শিক্ষার জন্য সুনাম বাড়তে পারে। সামাজিক কোনো কাজে নামযশ বাড়বে। কাঠের ব্যবসায় কিছুটা আয় বাড়তে পারে। তবে শত্রু থেকে সাবধান। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
বাড়ির লোকের প্রতি ক্ষোভ বাড়বে। বহুদিনের পুরনো অশান্তি। অর্থলাভ ও সঞ্চয় বাড়তে পারে। পাওনা অর্থ আদায় নিয়ে বিবাদ। প্রেমঘটিত বিষয়ে সুসংবাদ পেতে পারেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
না ভেবে কোনো কাজ করার মাসুল দিতে হতে পারে। কর্মস্থানে বিবাদ। ব্যবসার জন্য চিন্তা। প্রেমযোগ মিশ্র। শিক্ষায় উন্নতি।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ব্যয়ের কারণে মানসিক চাপ বাড়বে। শিল্পীদের জন্য শুভ সময় আসছে। পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াবে। প্রেমে সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পরিবারের জন্য প্রচুর খরচ বাড়তে পারে। প্রেম বিষয়ক ব্যাপারে কোনো নতুন চাহিদা পূরণ হতে পারে। পরিজনের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। দুপুরের পরে পরিবারে অশান্তি। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেম নিয়ে বন্ধুদের ভিন্ন মতামতে শুভ ফললাভ হবে। সম্পর্কে সংশয় থেকে মুক্তি পাবেন। দাম্পত্যের বিষয় আত্মীয়দের প্রবেশ এড়াতে চেষ্টা করুন। শারীরিক সমস্যা দেখা দেবে। আর্থিকযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যবসার জন্য আয় বাড়তে পারে। বেকারদের চাকরির সুযোগ। সন্তানের জন্য মানসিক চাপ বাড়বে। প্রেমযোগ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ২২

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ টাকা-পয়সার অভাব হতে পারে। শত্রুর জন্য কোনো ক্ষতি। পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার আলোচনা। গঠনমূলক কাজের জন্য আয় বাড়বে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৪১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আজ আগুনের কাছ থাকে সাবধান। চাকরির ভালো যোগাযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের জন্য খুব ভালো সময়। অজানা কারণে করা কোনো ভুল কষ্ট দেবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কোনো সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় শুভফলের আশা করা যায়। অনেকদিনের মনের সাধ পূরণ হতে পারে। বিদেশভ্রমণের আলোচনা হতে পারে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিবারের জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। খুব ভালো মানুষদের সঙ্গলাভ করতে পারবেন। বিয়ের ব্যাপারে কোনো আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।