ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বন্ধুর উপকার পাবেন মকর, বাড়িতে অতিথি সিংহের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ২, ২০১৭
বন্ধুর উপকার পাবেন মকর, বাড়িতে অতিথি সিংহের রাশিফল লোগো

আজ কেমন যাবে
তারিখ: ০৩/০৫/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেম নিয়ে মানসিক উদ্বেগ বাড়তে পারে। কাজের দিকে ভালো সুযোগ আসতে চলছে।

খেলাধুলায় জয়লাভ হবে। মায়ের শরীর নিয়ে চিন্তা। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সকাল থেকে অধিক ব্যয় হতে পারে। কোনো আর্থিক ক্ষতির যোগ। বাড়তি আয়ও হতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনা হবে। ব্যবসার জন্য কোনো ঋণ নিতে হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসার দিকে প্রচুর ব্যয় বাড়তে পারে। প্রিয়জনের কাছে আঘাত লাগতে পারে। শরীরের দিকে একটু নজর দিন। বাড়তি কোনো খরচ থেকে সাবধান হওয়া দরকার। বাবার সঙ্গে তর্ক হতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
চাকরিতে বদলির সম্ভাবনা। বাতের যন্ত্রণা বাড়তে পারে। প্রেম-প্রণয়ে বাধা। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে। নতুন প্রেমের যোগ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। গাড়ি কেনা-বেচার জন্য ভালো দিন। ভ্রমণের খরচ বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারে। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেম নিয়ে বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে সাবধান থাকুন। শরীরে কোনো কষ্টের কারণে কাজের ক্ষতি হতে পারে। কোনো নতুন লোকের সঙ্গে পরিচয় হতে পারে। ডাক্তার খরচ বাড়বে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বাড়িতে আত্মীয় আসতে পারে। চাকরির স্থানে বিবাদ। শিক্ষকদের জন্য দিনটি ভালো। ব্যবসার ব্যাপারে উচ্চব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। সামাজিক কোনো কাজে যুক্ত হতে পারেন। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আর্থিক লাভের জন্য মনে আনন্দ। ব্যবসার দিকে একটু সাবধান থাকা দরকার। চাকরির জন্য বিদেশে যাওয়ার আলোচনা হবে। ভাই-বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সামাজিক কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসার দিকে কোনো শত্রু ক্ষতি করতে পারে। প্রেম নিয়ে সমস্যা বৃদ্ধি। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
বন্ধুদের দ্বারা উপকার পেতে পারেন। পেটের কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। অর্থের ব্যাপারে চিন্তা। পড়াশোনার জন্য কোনো সুবিধা পেতে পারেন। নতুন প্রেমের যোগ আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেমের ক্ষেত্রে কোনো ছোট কারণে বিবাদ বাধতে পারে। উচ্চব্যক্তির আনুগত্যে থাকার জন্য কাজের সুবিধা পেতে পারেন। মানসিক দিকে একটু অশান্তি থাকতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো কাজের ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। প্রেমে অশান্তির কারণে মানসিক চাপ। চাকরির স্থানে কিছু শুভ ঘটতে পারে। ব্যবসার দিকে অর্থ নিয়ে চিন্তা বাড়তে পারে। বিদেশ ভ্রমণের যোগ আছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।