ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

লোভনীয় প্রস্তাব পাবেন ধনু, ভালোবাসা সতেজ রাখুন বৃশ্চিক

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
লোভনীয় প্রস্তাব পাবেন ধনু, ভালোবাসা সতেজ রাখুন বৃশ্চিক

আজ কেমন যাবে
তারিখ: ৫/০৯/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
মানসিক চাপ প্রতিহত করার পক্ষে আধ্যাত্মিকতার সাহায্য নেওয়া উপযুক্ত হবে। অপ্রয়োজনীয় ক্ষতি এড়াতে সতর্কভাবে ও যথাযথ উপদেশ নিয়ে সমস্ত লগ্নি করতে হবে।

প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে বাড়িতে সমস্যা আশা করতে পারেন। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন: (২২মে – ২১ জুন)
কাজের ক্ষেত্রে পরিবেশ আপনারই অনুকূলে যাবে। কীভাবে কাজ উন্নত করতে পারেন সে সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। প্রেমে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন। অনুগ্রহ করে তাদের সাহায্য নিন। অবশ্যই অনুভূতি ও চাপ নিজের মধ্যে চেপে রাখবেন না। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ব্যবসার সঙ্গে আনন্দ মেশাবেন না। মতামত চাইলে দেবেন। এতে আপনি লাভই পাবেন। বিনোদনের সুযোগ আসবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
যার সঙ্গে আর্থিক কারবার করছেন তার ব্যাপারে সতর্ক থাকুন। পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
প্রেম কিছু অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে। ভালোবাসার ক্ষেত্রে বাস্তববাদী হতে চেষ্টা করুন। আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। শুভ দিক উত্তর।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ২০

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
চাপ উপেক্ষা করা প্রয়োজন। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন প্রস্তাবনা লোভনীয় হবে। কোনো হঠকারি সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না। যদি কোনো ক্ষেত্রে আপনি কোন বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আপনার আকাঙ্ক্ষা ও উচ্চাশা ভয় প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কমনীয়তা ও বুদ্ধি ব্যবহার করেন, তাহলে মানুষকে নিজের পথে নিয়ে আসতে পারবেন। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে পেশাগত সম্ভাবনা বাড়ান। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।