ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

বৃশ্চিকের ব্যবসা শুভ, প্রেমে সমস্যা দূর মিথুনের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ১, ২০১৬
বৃশ্চিকের ব্যবসা শুভ, প্রেমে সমস্যা দূর মিথুনের

আজ কেমন যাবে
তারিখ: ০১/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেম কি আপনার কাছে শুধু একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? সম্পর্কের ভালোমন্দ বিষয়গুলি অস্পষ্ট হচ্ছে। এ নিয়ে সতর্ক থাকা দরকার।

কর্মে উন্নতির যোগ। যাত্রাযোগে বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেমে আপনি বেশ কিছুটা আনমনা হয়ে যেতে পারেন। অনেক সময় প্রাত্যহিক কাজগুলিতে এর প্রভাব পড়তে পারে। কর্মে উন্নতির যোগ। দাম্পত্যে সমস্যার সমাধান হবে। উপহার প্রাপ্তির যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন: (২২মে –২১ জুন)
আপনি হয়তো ভাবছেন নতুন সম্পর্কে সাড়া দেবেন কিনা। কিন্তু হতে পারে এ ভাবনার উত্তর পাওয়ার আগেই আপনি প্রেমে জড়িয়ে পড়তে পারেন। কর্মে সফলতা আসতে বাধা। ব্যবসায় বাধা আছে। প্রেমে সমস্যা দূর হবে। পরিবারে অশান্তির যোগ আছে। সন্তানকে নিয়ে চিন্তা। সম্পত্তি প্রাপ্তিতে বাধা। যাত্রাযোগে বাধা। অর্থ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেম নিয়ে স্বপ্ন দেখবেন। সঙ্গী দূরে থাকলেও মনে হতে পারে সে আপনার পাশেই আছে। কর্মক্ষেত্রে সমস্যা কমবে। ব্যবসায় উন্নতির যোগ। প্রেমে সফলতা লাভ। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
মন কখনও উদাস, কখনও কোনো কারণ ছাড়াই খুশি হতে পারে। নতুন সম্পর্কের সূচনা হতে পারে। দাম্পত্যে শুভযোগ। ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। কর্মে সমস্যার যোগ। শারীরিক সমস্যার যোগ আছে। শিক্ষাযোগ শুভ। বিনোদনের সুযোগ আসবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট –২৩ সেপ্টেম্বর)  
প্রেমের ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হলেও সেটা অস্থায়ী। কর্মে সহকর্মীর বাধা আসতে পারে। ব্যবসায় মিশ্র ফল লাভ। পরিবারে সমস্যা সমাধানের যোগ আছে। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা। শিক্ষায় শুভযোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
প্রেমের কথা কীভাবে প্রকাশ করবেন সেটা নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। আর্থিক পাওনা নিয়ে বাড়তে পারে সমস্যা। আর্থিক ক্ষতিও হতে পারে। ব্যবসায় মিশ্রযোগ। দাম্পত্য শুভযোগ বর্তমান। যাত্রাযোগে বাধা। শুভ দিক উত্তর।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ২০

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কারও থেকে আপনি হয়তো দূরে থাকতে চাইছেন কিন্তু পরিস্থিতি সেই মানুষের থেকে দূরে থাকতে দেবে না। ব্যবসায় উন্নতি। কর্মে সাফল্যের সম্ভাবনা। প্রেমে বাধামুক্তি হবে। আর্থিক উন্নতির যোগ। বিদেশযাত্রায় বাধা আসবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পুরনো কোনো বন্ধুকে হঠাৎ দেখে চিনতে না পেরে কিছুটা লজ্জায় পড়তে পারেন। প্রেমে সাফল্য লাভ করবেন। সামাজিক স্বীকৃতির যোগ আছে। পরিবারে আনন্দ ফিরে আসবে। বিনোদনের সুযোগ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
হঠাৎ করেই আপনার প্রয়োজনীয় কাজগুলি আপনি নিজেই থামিয়ে ফেলতে পারেন। আপনার মনে কোন মানুষ দারুণ ভাবে প্রভাব বিস্তার করতে পারে। পরিবারে কারো শারীরিক সমস্যা আপনাকে ভাবাবে। ভ্রমণের সুযোগ আসবে। নতুন বন্ধুর সঙ্গে আলাপ হবে। প্রেমে সাফল্যের যোগ আছে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতার দরকার আছে। প্রেমযোগ মিশ্র। দাম্পত্য সুখের যোগ আছে। কর্মে বাধা আসতে পারে। ব্যবসায় লাভ বাড়বে। পারিবারিক সমস্যার সমাধান। যাত্রাযোগে বাধা আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মন ছুঁয়ে যাওয়া কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন। কাজে নতুন উৎসাহ পাবেন। ব্যবসায় নতুন পথের সন্ধান হাজির হবে। যাত্রাযোগ শুভ। আর্থিক লাভ হতে পারে। ভ্রমণের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।