ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বৃষের শুভ দিক পশ্চিম, সিংহের উত্তর

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বৃষের শুভ দিক পশ্চিম, সিংহের উত্তর

আজ কেমন যাবে
তারিখ: ২৫-০৪-২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেম নিয়ে সমস্যার মূলে থাকতে পারে আপনার কোনো বন্ধু। গোপন চক্রান্তের শিকার হয়ে আপনার সামাজিক সম্মানের ক্ষতি হতে পারে।

কর্মে উন্নতি। আর্থিক যোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৩২

বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
শারীরিক সমস্যা নিয়ে চিন্তা কিছুটা কমবে। যাত্রা যোগে শুভ ফল লাভের যোগ। প্রেম যোগ শুভ। পরিবারের সমস্যার যোগ আছে। ব্যবসায়ে উন্নতি। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৩৭

মিথুন: (২২মে-২১ জুন) 
কর্মসূত্রে পরিবারের থেকে দূরে অবস্থান করতে হতে পারে। ব্যবসায়ে উন্নতি। প্রেম যোগ শুভ। কর্মে উন্নতি। আর্থিক যোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬৬

কর্কট: (২২ জুন-২২ জুলাই) 
কারো কথায় ভরসা করলে আর্থিক ক্ষতি হত এপারে। ব্যবসায়ের বিষয়ে কড়া নজর দরকার। শিক্ষা বিষয়ে শুভ যোগ রয়েছে। প্রেম যোগ শুভ। শারীরিক সমস্যার সমাধান হতে পারে। বিনোদনের যোগ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৪ 

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
পারিবারিক বিষয় নিয়ে সমস্যার সমাধান হতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হবার যোগ রয়েছে। প্রেম যোগে বাঁধা। দাম্পত্য কলহের সম্ভাবনা। শুভ দিক উত্তর।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫৬ 

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আর্থিক বিষয় নিয়ে পরিবারের সঙ্গে মতের অমিল হতে পারে। প্রেম যোগ শুভ। কর্মে উন্নতির সুযোগ। যাত্রাপথে আঘাতের যোগ আছে। নতুন বন্ধু লাভ হতে পারে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪৬

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) 
কাজের জায়গায় আপনার বিপক্ষে কোনো একজন সহকর্মী অপচেষ্টা করতে পারে। শিক্ষায় শুভ যোগ আছে। ব্যবসায়ে শত্রুতার যোগ আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৫৯ 

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষা যোগে শুভ ফল লাভের ইঙ্গিত আছে। নতুন কাজের সন্ধান পাবেন। ব্যবসায়ে নতুন যোগাযোগ কার্যকরি হবে। প্রেমের নিয়ে পরিবারের ভেতরে সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩৩

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) 
দাম্পত্য জীবনে ছোটখাটো মনমালিন্য থাকবে। সমস্যাকে কখন বাড়তে দেবেন না। যাত্রা যোগে শুভ ফল বর্তমান। শিক্ষা ক্ষেত্রে শুভ যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬৯

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কোনো চুক্তি করার আগে ভালো করে বিচার বিবেচনা করুন। আত্মীয়দের সঙ্গে কোন ধরনের আর্থিক লেনদেনে না যাওয়াই শুভ। ব্যবসায়ে সমস্যার যোগ আছে। প্রেম যোগ শুভ।
 
শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬২

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কারো ভরসায় সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে। প্রেম যোগ শুভ কর্মে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ে লাভ বাড়বে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। পরিবারে সঙ্গে বিনোদনের যোগ রয়েছে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 
ভুল তথ্যের ফলে অর্থ এবং কিছুটা সময় নষ্টের যোগ আছে। সিদ্ধান্ত নেবার আগে তথ্য যাচাই করুন। শিক্ষায় শুভ যোগ বর্তমান। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২৩

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।