ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

মকরের কর্মে উন্নতি, মীনের ভ্রমণে বাধা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
মকরের কর্মে উন্নতি, মীনের ভ্রমণে বাধা

আজ কেমন যাবে
তারিখ- ০৫/০৪/২০১৬

 

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ইচ্ছাপূরণের সম্ভাবনা আছে। কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনা।

প্রেমযোগ শুভ। যাত্রায় শুভ ফলের ইঙ্গিত আছে। শারীরিক সমস্যার যোগ। শুভ দিক দক্ষিণ।

 

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নতুন সম্পর্কের সূচনা হতে পারে। শিক্ষায় শুভ যোগ বর্তমান। আর্থিক দিকে শুভ ফল লাভের যোগ আছে। পারিবারিক সমস্যার সমাধান হবে। শিক্ষাক্ষেত্রে যুক্তদের শুভ যোগ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। পারিবারিক সমস্যারও সমাধানের যোগ আছে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।   কর্মে উন্নতিতে বাধা আসবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পরিবারের কারও সঙ্গে মতের অমিল হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেম নিয়ে সমস্যার আশঙ্কা। আর্থিক বিষয় নিয়ে সচেতন থাকা দরকার। কোনো বিষয় নিয়ে সারাদিন দুশ্চিন্তা থাকতে পারে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
সুযোগ এলেও তাকে কাজে লাগাতে সমস্যা হবে। বন্ধু বেশী শত্রু থেকে সাবধান। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষাযোগ শুভ। প্রেম নিয়ে সমস্যার যোগ। শুভ দিক উত্তর।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পথে চলাফেরা করা থেকে সাবধানে থাকুন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। শুভ দিক পশ্চিম। শারীরিক সমস্যার  যোগ। ভ্রমণের যোগ আছে।

শুভ রং: লাল,  শুভ সংখ্যা: ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনো আত্মীয়ের পরামর্শে সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। শিক্ষায় শুভ যোগ বর্তমান। প্রেমযোগ শুভ। কাজে সফলতার ইঙ্গিত আছে। শারীরিক সমস্যা থেকে মুক্তির যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং:  হলুদ, শুভ সংখ্যা: ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। তবে পথে চলাফেরার সময় সতর্ক থাকা দরকার। দামি জিনিস হারাবার সম্ভাবনা আছে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন কাজে সফলতা আছে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। প্রেম নিয়েও সমস্যার যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং: লাল,  শুভ সংখ্যা: ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
শারীরিক সমস্যা নিয়ে অবহেলা করবেন না। প্রেম নিয়ে সমস্যা আসতে পারে। শিক্ষায় শুভ ফল লাভ হবে। কর্মে উন্নতির যোগ আছে। আর্থিক বিষয় সমস্যা কাটবে। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভ: (২১ জানুয়ারি– ১৮ ফেব্রুয়ারি)  
পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। শুভ ফল লাভের যোগ আছে। শারীরিক সমস্যার সমাধান হবে। প্রেমযোগ শুভ। শিক্ষায় শুভ দিক বর্তমান। শুভ দিক উত্তর।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো সংবাদের প্রতীক্ষায় আপনাকে বেশ কিছুটা সময় উৎকণ্ঠার মধ্যে কাটাতে হতে পারে। প্রেমযোগ মিশ্র। আর্থিক বিষয়ে দিনের শেষ বেলায় শুভ ফল হতে পারে। ভ্রমণে বাধা আসবে। কর্মযোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।