ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

কর্ম শুভ মকরের, কর্মক্ষেত্রে উন্নতি মেষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
কর্ম শুভ মকরের, কর্মক্ষেত্রে উন্নতি মেষের

আজ কেমন যাবে
তারিখ: ২১/১২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
নতুন প্রেমের সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। শারীরিক জটিলতা। আর্থিকযোগ শুভ। ব্যবসায় উন্নতি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মনোযোগে বাধা। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন। প্রেমে সমস্যার অবসান। দাম্পত্য জীবনে সন্তানকে নিয়ে চিন্তা। যাত্রায় বাধা। ভ্রমণে বাধা। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন: (২২মে – ২১ জুন)
পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের মতামত জটিল হবে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ। কর্মক্ষেত্র সহকর্মীদের অসহযোগিতা। ভ্রমণের যোগ আছে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমে সামাজিক বাধা। পরিবারের কারও শারীরিক অবস্থা নিয়ে চিন্তা। কর্মক্ষেত্রে বন্ধুলাভ। পুরানো বন্ধুর সঙ্গে দেখা হবে। বিনোদনমূলক স্থানে ভ্রমণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট) 
উত্তর দিক শুভ। নতুন মানুষের সঙ্গে পরিচয়। প্রেমে সংশয়। দাম্পত্য জীবন সুখের। কর্মক্ষেত্রে উন্নতি। যাত্রা শুভ। অর্থযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
প্রেমের ক্ষেত্রে অন্যের মতামত ভুল পথে চালিত করবে। দাম্পত্য জীবনের সমস্যার সমাধান। কর্মে বাধা। ব্যবসায় উন্নতি। বিদেশ ভ্রমণ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
নতুন পরিচয় ও প্রেম। পরিবারে কারও উন্নতি। সন্তানকে নিয়ে চিন্তা। কর্ম শুভ। ব্যবসায় লাভ। ভ্রমণের যোগ আছে।

শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৯



বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারে মতবিরোধ। নতুন কাজে যুক্ত হতে পারেন। সম্পর্কে সন্দেহ। শত্রু দ্বারা ক্ষতি। যাত্রায় বাধা। আর্থিকযোগ মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অন্যের দ্বারা প্রভাবিত। নিজের মত প্রকাশে সফলতা। প্রেমের ক্ষেত্রে নিজে সিদ্ধান্ত নিন। প্রেম নিয়ে পারিবারের সঙ্গে আলাপ করুন। কর্মক্ষেত্রে শুভ। যাত্রা শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
সম্পর্কের ক্ষেত্রে সংশয়। পারিবারের কারও সঙ্গে সম্পর্ক জটিল। কর্ম শুভ। বিদেশ ভ্রমণে জটিলতা। আর্থিকযোগ শুভ। চোখে সমস্যা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
পশ্চিম দিক শুভ। নতুন কাজের সন্ধান। আপনার ব্যবহার প্রশংসিত হবে। প্রেমের জন্য শুভ। গতানুগতিক জীবন থেকে বেরোবার সুযোগ। বিনোদনের যোগ। পেটের সমস্যা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কারও কথার ফাঁদে পা দিলে সমস্যা। প্রেমের জন্য দিনটি মিশ্র। দাম্পত্যে সমস্যা। কর্মে শুভ। ব্যবসায় উন্নতি। ভ্রমণের যোগ। পরিবারে বিনোদন। আর্থিকযোগ শুভ। ঠাণ্ডাজনিত সমস্যা

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।