ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

মকর জাতিকার ধনযোগ, মেষের ব্যবসায় উন্নতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
মকর জাতিকার ধনযোগ, মেষের ব্যবসায় উন্নতি

আজ কেমন যাবে
তারিখ: ২৪/০৯/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১
আজ আপনি বাধার মধ্যদিয়ে গিয়েও সফল হবেন। দিনের শেষলগ্নে ব্যবসায় উন্নতির যোগ।

প্রেমযোগ আছে। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়ার যোগ। যাত্রাযোগ শুভ।
 
টোটকা:  কিছু সাদা ফুল একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার তলায় রেখে দিন। পরের দিন সূর্য ওঠার আগে সেটিকে জলে ভাসান।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
গ্রহের স্থান পরিবর্তনে সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন। ব্যবসায় উন্নতির সুযোগ ও অর্থযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র। জাতিকাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি পাত্রে তেল ও কয়েকটি সরষে একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
রাশিচক্রে অধিপতি গ্রহের অশুভ অবস্থানের ফলে চাকরিতে নতুন কোনো জটিলতা দেখা দিতে পারে। প্রেমযোগ নেই। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। যাত্রাযোগ শুভ। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পরিবারে সমস্যা বাড়লেও কর্মক্ষেত্রে জাতিকাদের দিনটি শুভ। প্রেমযোগ মধ্যম।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে পানিতে ফেলে দিন।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
রাশিচক্রের অর্ন্তদশার শুভযোগের ফলে ব্যবসায় আয় বাড়বে। চাকরিতে নতুন যোগাযোগের সৃষ্টি হবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমযোগ আছে। কর্কট জাতিকাদের কর্মক্ষেত্রে দিনটি কাটবে শুভ। যাত্রাযোগ মধ্যম।

টোটকা: তিনটি মরিচ একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :  ১১
ভাগ্যচক্রের প্রভাবে আপনাকে পরীক্ষার মুখে পড়তে হতে পারে। ব্যবসায় আর্থিক লাভ হবে। কর্মক্ষেত্রে দিনটি শুভ কাটবে। প্রেমযোগ নেই। সম্পর্কে মনোমালিন্য দেখা দিতে পারে। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পড়াশুনার উন্নতির সুযোগ। যাত্রাযোগ শুভ। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।

টোটকা: একটি লেবু সবুজ কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২
কর্মক্ষেত্র শুভ থাকলেও পরিবারের ক্ষেত্রে বিতর্ক ও অশান্তির আশঙ্কা। প্রেমযোগ নেই। প্রেম নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থলাভ হতে পারে। গৃহিণীদের মনে পরিবার নিয়ে দুশ্চিন্তার মেঘ গোটা দিন ঘিরে থাকবে। যাত্রাযোগ দুপুরের পর শুভ।

টোটকা: পাঁচটি কড়ি সাদা কাপড়ে জড়িয়ে কাছে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং :বাদামি, শুভ সংখ্যা : ৭
আজকের দিনে প্রেমযোগ আছে। শরীর নিয়ে চিন্তা দূর হবে। অর্থযোগ আছে। সন্তানের শুভ খবর আসতে পারে। বিবাহযোগ্যা জাতক ও জাতিকার জন্য দিনটি আনন্দের খবর নিয়ে আসতে পারে। তুলা জাতিকাদের উপহার বা ধন লাভের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: পানিতে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকলেও গোপন শত্রুর চক্রান্তের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় মিশ্র প্রভাব। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমযোগ আছে। জাতিকাদের জন্য পরিবারে ছোট ছোট সমস্যার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আগমনের যোগ আছে। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান, তিল, ভিজিয়ে রান্নাঘরে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। প্রেমযোগ ও দাম্পত্যযোগ শুভ। ছাত্রদের উচ্চশিক্ষার দরজা খুলতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে। অভিভাবকদের শরীর দিনের মধ্যে আপনাকে ব্যাকুল হতে পারে। সন্ধ্যের আগে যাত্রাযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
রাশিচক্র বিশ্লেষণ করে শুভ ফলাফলের যোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি মধ্যম থেকে শুভ। ছাত্রদের জন্য আজকের দিনটি শুভ। প্রেমযোগ শুভ। জাতিকাদের ধনযোগ আছে। গৃহিণীদের জন্য দিনটি মিশ্র কাটবে। যাত্রাযোগে মিশ্র ফল লাভের সম্ভাবনা।

টোটকা: গরিবকে আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
সামান্য কারণে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। ছাত্রদের জন্য দিনটি কাটবে আনন্দ ও উত্তেজনায়। পেশাদারদের কাটবে ব্যস্ততার মধ্যে। প্রেমযোগে বাধা। কুম্ভ জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যা শিরঃপীড়ার কারণ হতে পারে। যাত্রাযোগ শুভ।
 
টোটকা: জলে তিনটি পানপাতা রেখে রান্নাঘরে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
কর্মজীবন শান্তিপূর্ণ থাকলেও দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রে ছোট ছোট সমস্যা আসবে। সম্পর্ক নিয়ে সাময়িক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব বজায় থাকবে। জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

টোটকা: চাল ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।