ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

মকরের ব্যবসা শুভ, মিথুনের কর্মক্ষেত্রে জটিলতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
মকরের ব্যবসা শুভ, মিথুনের কর্মক্ষেত্রে জটিলতা

আজ কেমন যাবে
তারিখ: ১২/০৯/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা ও সবুজ, শুভ সংখ্যা : ১৪
আজকের দিনে গুরুজনদের শারীরিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কর্কশ ব্যবহার আপনার সাফল্যর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

প্রেমযোগ শুভ। জাতিকাদের রক্তপাত বা আঘাত লাগার সম্ভাবনা আছে। যাত্রাযোগে বাধা। সাবধানে চলাফেরা করুন।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৩
আজ পড়ুয়াদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা আছে। জমি-বাড়িতে বিনিয়োগ করতে পারেন। প্রেমের সম্ভাবনা ক্ষীণ। জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। চোখের সমস্যা কষ্ট দিতে পারে। যাত্রাযোগ শুভ।
 
টোটকা: একটি পাত্রে পানিতে চাল ও কাঁচামরিচ ভিজিয়ে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৬
তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। ধাতু সংক্রান্ত বাণিজ্যের ক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ। জাতিকাদের কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। প্রেমযোগ আছে।

টোটকা: পানিতে কয়েকটি গোলাপফুল রেখে বসার ঘরে দরজার বিপরীতে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ। দুপুরে আগে যাত্রা শুভ। জাতিকারা সহকর্মীর চক্রান্তের শিকার হতে পারেন। আত্মীয়দের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী গুরুত্ব পাবেন না। প্রেমযোগ নেই।

টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১
ব্যবসায় বড় লাভের যোগ আছে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। যাত্রাযোগ বাধাযুক্ত। জাতিকাদের উচ্চ রক্তচাপ ও অবসাদজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
পারিবারিক ব্যবসা নিয়ে পরিবারে মনোমালিন্য আসতে পারে। বাইরের কোনো  ব্যক্তি আপনার পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করবে। প্রেমের ক্ষেত্রে শুভ। আজকের দিনে সতর্ক হয়ে গাড়ি চালান। জাতিকাদের রক্তপাতের যোগ আছে। যাত্রাযোগে বাধা দেখা যাচ্ছে।

টোটকা: একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪
প্রেম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন কিছুটা বাধা-বিঘ্নময়। তবে ব্যবসা শুভ। যাত্রা মঙ্গলময়। জাতিকাদের ক্ষেত্রে দিনের প্রান্তভাগে আকস্মিক ঘটনা আনন্দিত করতে পারে।
 
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪
প্রেম সংক্রান্ত কিছু ঘটনা আপনাকে অবাক করতে পারে। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। জাতিকাদের সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। চাকরির নতুন খবর আসতে পারে। শুভ ধাতু তামা। সন্ধ্যার আগে যাত্রাযোগ শুভ।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭
দিনের মধ্যভাগ থেকে পরিবার বা বন্ধুদের নিয়ে দুশ্চিন্তা শুরু হতে পারে। যাত্রাযোগ মিশ্র। জাতিকারা বিশেষ করে নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। কোনো নিকটাত্মীয়ের উন্নতির খবর আসতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।
 
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

মকর: (২২ ডিসেম্বর –২০ জানুয়ারি) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
স্ত্রী অথবা মাতুল তরফে আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। ব্যবসা শুভ। জাতিকাদের কাছের বন্ধুর দিক থেকে বিশ্বাস ভঙ্গের যোগ আছে। প্রেম বাধাযুক্ত। যাত্রা যোগ শুভ।

টোটকা:  কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন, আতর রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২
আজকের দিনে প্রেমজনিত সমস্যার সমাধান হবে। ব্যবসার ক্ষেত্রে নানা সমস্যা সামনে আসতে পারে। বিনিয়োগের প্রলোভন আসবে, তবে কোনো অর্থ বিনিয়োগ করবেন না। জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ। যাত্রাযোগ শুভ।

টোটকা: গরিবের বস্ত্র দান আপনার পক্ষে অতি শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
সহকর্মীদের আচরণ আপনার দুশ্চিন্তা বাড়াবে। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। যাত্রাযোগ মিশ্র হলেও সাবধানতা অবলম্বন করা দরকার। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা কোনো বিতর্ক থেকে দূরে থাকুন। প্রেমযোগ আছে।
 
টোটকা: তৃণভোজী প্রাণীকে খাদ্য দান করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।