ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

ধনুর শত্রুনাশের যোগ, বৃষের আত্মবিশ্বাসে সফলতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ধনুর শত্রুনাশের যোগ, বৃষের আত্মবিশ্বাসে সফলতা

আজ কেমন যাবে
তারিখ: ১৪/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। কাছের বন্ধুদের মাধ্যমে উপকৃত হবেন।

জাতিকারা আর্থিক দিকে হবেন স্বাবলম্বী। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: তিনটি খেজুর বাড়ির উত্তর দিকে কিছুটা মাটি খুঁড়ে পুঁতে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
আত্মবিশ্বাস আপনাকে সফল হতে সাহায্য করবে। কর্মে সাফল্য লাভের যোগ আছে। জাতিকাদের নেওয়া উদ্যোগ আজ অভিনন্দিত হবে। প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে।

টোটকা: একটি পাত্রে পানিতে জব ভিজিয়ে বিছানার নীচে সারা রাত রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
দাম্পত্য জীবনে সমস্যা মুক্তির যোগ আছে। কর্মক্ষেত্রে সুনাম লাভের যোগ। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোনো ব্যক্তি সুখবর দিতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: একটি পাকা তেঁতুল বাড়ির পূর্বে মাটিতে পুঁতে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সমস্যায় আক্রান্ত হওয়ার যোগ আছে। জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের বিশেষ সুযোগ আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি আদার টুকরো একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোতে গেলে পদে পদে বাধার যোগ আছে। পারিবারের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের নিকটাত্মীয়দের সঙ্গে কোনো বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। প্রেমযোগ বর্তমান।
 
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা চিনি রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২
প্রেম অথবা দাম্পত্য সমস্যা আপনাকে মানসিকভাবে চঞ্চল করে তুলবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আজকের দিনটি শ্রেয়। তবে পরিস্থিতি বুঝে মেপে কথা বলাই উচিত। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৭
ঝগড়া এড়িয়ে চলুন, না পারলে ক্ষতির সম্ভাবনা দেখা দেবে। সম্পত্তির বিষয় নিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করবেন। অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ আছে।

টোটকা: একটি ফল বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা ৯
মিথ্যে অভিযোগে আপনার ভাবমূর্তির ক্ষতির চেষ্টা হবে। বন্ধুর সমস্যা থেকে মুক্তি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: সদর দরজার সামনে মাটির ঘটে কিছুটা সাদা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭ : ৬
নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে সাহায্য করার সুযোগ আসবে। নিঃস্বার্থভাবে কোনো কাজ করেও সমালোচনার শিকার হতে পারেন। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির বুদ্ধিতে উন্নতি করতে পারেন। শত্রুনাশের যোগ আছে।

টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
ব্যবসার কথাবার্তা এগোতে গিয়ে বাধার সম্মুখীন হবেন। পরিবারে অভিভাবকের সাহায্যে দাম্পত্য সমস্যার সমাধান হবে। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। স্নেহভাজনদের ব্যবহারে হতাশ হতে পারেন। প্রেমযোগ শুভ।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
বন্ধুর পরামর্শ মেনে সমস্যা কমার বদলে বাড়তে পারে। জাতিকারা পরিষ্কার কথা বলার ফলে সমালোচিত হতে পারেন। মানসিক কষ্ট পাওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রেম নিয়ে সমস্যা থাকবে।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কিছুটা কমবে পারিবারিক সমস্যা, তবে কর্মক্ষেত্রে সমস্যার যোগ আছে। জাতিকারা ক্ষমতার ভ্রান্ত ব্যবহারের শিকার হতে পারেন। কোনো ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়। প্রেমযোগ আছে।
 
টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন। পাখিদের শস্য দান আপনার জন্য অতি শুভ।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।