ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

ধনুর কর্মযোগ শুভ, কন্যার প্রেম

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ধনুর কর্মযোগ শুভ, কন্যার প্রেম

আজ কেমন যাবে
তারিখ: ০৯/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
দাম্পত্য জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ে সমস্যা আসতে পারে। হারিয়ে ফেলতে পারেন কোনো জরুরি চাবি বা অন্য কিছু।

পারিবারিক ক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ খরচ হবে। কর্মযোগ শুভ।

টোটকা: বাড়ির সদর দরজা থেকে দেখা যায় এমন জায়গায় একটি সাদা শঙ্খ রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রে আপনার কাজকর্ম ফলপ্রসূ হবে। তবে গোপন শত্রু  বাড়বে। কাজ বাস্তবায়নে কোনো বন্ধুর সহায়তা পাবেন।

টোটকা: নিজের পকেটে তুলসীপাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
নানা সমস্যায় জর্জরিত পরিবার নিজের আয়ত্তে এনে ফেলতে পারবেন। গ্রহের প্রভাব সক্রিয় রয়েছে। পারিবারিক মতবিরোধ নিয়ে কখনোই তিক্ততার পর্যায়ে নিয়ে যাবেন না। আত্মীয়দের কারো সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে একটি মাটির ডেলার সঙ্গে তিনটি সাদা ফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
নতুন কোনো যৌথ ব্যবসার পরিকল্পনা হতে পারে। পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবসায়িক সিদ্ধান্ত নিন। কাজের থেকে বিশ্রাম বা বিরতির সম্ভাবনা কম। ঋণ কমবে, অর্থের ব্যাপারে কিছুটা স্বস্তি ফিরে পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সমস্যা বাড়বে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়ির সামনের দিকে তিনটি পাতি লেবু, তিনটি লঙ্কা একটি সুতায় বেঁধে ঝুলিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯
কাজ নিখুঁতভাবে করতে গিয়ে সময়ের সমস্যায় পড়বেন। বাইরের ব্যক্তিদের আজকের দিনে কোনো পারিবারিক সিদ্ধান্তে প্রবেশ করতে দেবেন না। কোনো গুরুজনের পরামর্শ আপনার জীবনে শান্তি এনে দিতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৩
প্রেমের যোগ শুভ। কর্মক্ষেত্রে কোনো অভিজ্ঞ ব্যক্তি আপনাকে অনুপ্রাণিত করবে। বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হোন। আচরণে নমনীয় ভাব প্রকাশ পেলে আরও সহজে সফলতা আসবে। হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: ভোরে শয্যা ত্যাগ করে সামান্য জলে ভেজানো চাল চিবিয়ে ফেলুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
সামান্য কারণে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। ইচ্ছা থাকলেও কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে মানসিক চাঞ্চল্যের কারণে বাধাপ্রাপ্ত হবেন। কনিষ্ঠের বিবাহ সংক্রান্ত ব্যাপারে কথাবার্তার মাধ্যমে সমাধান বেরিয়ে আসতে পারে। শুভ সময়ের জন্য একটু অপেক্ষা প্রয়োজন। প্রেমযোগ নেই।

টোটকা: সুগন্ধি মিশ্রিত জলে গোসল করুন।  

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ৮
রাশিচক্রে গ্রহের বক্র দৃষ্টি থাকায় তার প্রভাব কর্মক্ষেত্র ও পরিবারে পড়বে। তবে কোনো বন্ধু বা প্রতিষ্ঠানের কাছ থেকে বেশি পরিমাণে ঋণ নিলে সমস্যায় পড়তে হবে। ব্যবসা জগতে আপনার যোগাযোগ বাড়তে থাকবে। বকেয়া অর্থ আদায় কম হতে পারে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৭
ব্যবসা নিয়ে সরাসরি সমস্যা থাকবে না। তবে কর্মক্ষেত্রে বিশেষ কারো আশাতীত ব্যবহার আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। পারিবারিক অসুস্থতায় বেশ কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। কর্মযোগ শুভ।

টোটকা: তুলসী রোপণ করুন। অথবা কোনো তুলসী গাছে জল দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৬
প্রিয়জন ও আত্মীয়দের কাছে আপনার সিদ্ধান্ত নিয়ে নানা রকম প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সন্তানের অগ্রগতি ভালোই হবে। অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে আত্মীয়তা যেন নষ্ট না হয় সেদিকে নজর দেবেন। আর্থিক বাধা নেই।

টোটকা: ডুমুর ও কাঁচা তেঁতুল মাটির ঘটে রেখে বাড়ির দক্ষিণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২
আর্থিক যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যথেষ্ট চিন্তা করুন। দরকার হলে পরামর্শ নিন। সম্পত্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। দূরদর্শিতা আছে এমন লোকের পরামর্শ নিন। নতুন ব্যবসার ফলে জমা অর্থ নষ্ট হতে পারে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্র ও ব্যবসায় সমস্যা থেকে মুক্ত হতে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। সন্তানের পড়াশোনা নিয়ে খুশি থাকবেন। নতুন গৃহ লাভের সম্ভাবনা কম। প্রেমযোগ আছে।

টোটকা: পাঁচটি বোঁটাযুক্ত পানের পাতার উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে একটি পিতলের পাত্রে রান্নাঘরে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।