ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

মিথুনের দাম্পত্যে কলহ, কর্কটের প্রেমযোগ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
মিথুনের দাম্পত্যে কলহ, কর্কটের প্রেমযোগ

আজ কেমন যাবে
তারিখ- ০১/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
না ভেবেই নতুন সম্পর্কের পথে হাঁটা আপনাকে নিয়ে যেতে পারে সমস্যার দিকে। পরিবারে শান্তির জন্যই মানসিক উত্তেজনা প্রশমনের প্রয়োজন আছে।

কর্তাব্যক্তির আনুকূল্যে কার্যোদ্ধারের সম্ভাবনা আছে। প্রেম যোগ আছে।
 
টোটকা: কিছুটা ঘি একটি পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোনে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা:১২
আপনার মৌলিক চিন্তাভাবনা আজ সম্মান পাবে না। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্য জীবনে সমস্যার আশঙ্কা। জ্বর বা জীবাণু সংক্রমণে দুর্ভোগ দেখা দিতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোন পুকুরের জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
ব্যবসায় আসতে পারে কিছুটা নিম্নগতি। তবে এর ফলে ভয় পেলে চলবে না। দুঃসময়ে মনকে শক্ত রাখতে পারলেই খুব দ্রুত আসবে সফলতা। মানসিক শান্তির জন্য ভ্রমণের পরিকল্পনা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ আছে।

টোটকা: একটি কাচা কলা কিছুটা তেল এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোনে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
পুরনো সমস্যা নিয়ে পরিচিতদের সঙ্গে বচসায় জড়িয়ে পরার সম্ভাবনা দেখা যাচ্ছে। জ্ঞাতিদের সঙ্গে পুরনো বিবাদ নতুন করে সামনে আসার সম্ভাবনা আছে। সপরিবার দূর ভ্রমণের পরিকল্পনার বাস্তবায়নের সুযোগ আছে। প্রেম যোগ আছে।

টোটকা: একটি পাত্রে পানিতে সাদা ফুল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:  ৮
বাড়ি নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনায় বাধা আসবে। স্বজনবর্গের বিরূপতায় সংসারে অশান্তি বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। জমিজমা ক্রয় নিয়ে জ্ঞাতি বিরোধ দেখা দিতে পারে। প্রেম যোগ নেই।

টোটকা: একটি বোঁটা যুক্ত পান একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোনে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
কর্মক্ষেত্রে কর্মকর্তাদের খুশি করতে না পারলে সমস্যা হতে পারে। ব্যবসায়ে কোনও বকেয়া টাকা ফেরত পেতে পারেন। কুটুম্ব স্থানীয় কারও কারসাজিতে সংসারে অশান্তির আশঙ্কা আছে। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকুন।

টোটকা: একটি লাল সুতির কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা:  ৯
দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সফলতা আসতে পারে । বিকল্প পথে উপার্জন করতে গিয়ে বিপাকে পড়ার আশঙ্কা আছে। ভ্রমণে অযথা হয়রানি ও বহু ব্যয় যোগ দেখা যাচ্ছে।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল এবং সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর) শুভ রং: লাল,শুভ সংখ্যা:  ৬
গবেষক, শিক্ষকদের সম্মান লাভের সম্ভাবনা আছে। প্রতিকূল পরিবেশে গৃহ নির্মাণে বাধা আসতে পারে। জ্বর এবং পেটের পীড়ায় ভোগান্তির যোগ আছে। প্রেম যোগ নেই।

টোটকা: একটি পাত্রে  যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ৪
প্রেম এবং দাম্পত্য জীবনে আপনার অতীতের ভুল সমস্যা ডেকে আনতে পারে। কোনও বিষয়ে গোপনতার জেরে দাম্পত্য জটিলতা বাড়বে। অর্থের প্রাপ্তিযোগ আছে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।

টোটকা: একটি পাত্রে সরিষার তেলের মধ্যে তিনটি কড়ি  সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
পরিচয়ের সূত্রে একাধিক ব্যবসার সুযোগ আসতে পারে। সমাবেশে বা কোনো জমায়েতে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন। পেটের সমস্যা ভোগাবে। প্রেম যোগ আছে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৮
সহকর্মীদের দুরভিসন্ধিতে কর্মস্থলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। ভাগ্যোদয়ের জন্য ব্যবসা পরিবর্তনের চেষ্টায় আশার আলো দেখা দেবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। দাম্পত্য জীবন নিয়ে সমস্যা আসতে পারে।

টোটকা: একটি কয়েন সবুজ কাপড়ে মুরে সঙ্গে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
কঠিন পরীক্ষার মুখে সাফল্য পেতে পারেন। বহুজন দ্বারা কোনো কারণে সম্মানিত হবেন। গ্যাসট্রাইটিসের সমস্যা ভোগাবে এবং কাজকর্মে বাধা আসতে পারে। প্রেম যোগ আছে। প্রেমের প্রস্তাবে সারা পেতে পারেন।

টোটকা: সন্ধ্যে নামার ঠিক আগে গোধূলি লগ্নে গোটা বাড়িতে ধূনা প্রজ্বলিত করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।