ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

প্রেম-দাম্পত্যে শুভযোগ মকরের, মিথুনের উপহার লাভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
প্রেম-দাম্পত্যে শুভযোগ মকরের, মিথুনের উপহার লাভ

আজ কেমন যাবে
তারিখ: ০১/০৭/১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৬
গ্রহের প্রভাবে কাজের ক্ষেত্রে অগ্রগতি বাড়বে। প্রেম নিয়ে জটিলতা সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে।

জাতিকারা আবেগ সংযত করতে পারলে সফল হবেন।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।


বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
প্রেমের সম্পর্কে মনোমালিন্যের সম্ভাবনা আছে। পারিবারিক বিষয় নিয়ে জটিলতা বাড়তে পারে। জাতিকাদের ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।


মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
প্রেমের ক্ষেত্রে নতুন পদক্ষেপ আপনাকে বেশ কিছুটা এগিয়ে দেবে। আটকে আছে এমন কাজ সমাধান হয়ে যেতে পারে। জাতিকাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ ও উপাহার লাভের যোগ আছে। হাঁটু, কোমর নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।


কর্কট: (২২ জুন – ২২ জুলাই)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
কোনো বিশেষ কারণে মনে শান্তি অনুভব করবেন। গাড়ি কেনার ব্যাপার সফল হতে পারে। তবে গুপ্ত শত্রুতার যোগ আছে। জাতিকারা পারিবারিক সমস্যা নিয়ে বিব্রত থাকবেন। সন্তান নিয়ে চিন্তা বাড়বে।

টোটকা: সাদা পোশাক পরুন।


সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
প্রেম নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। পারিবারিক সমস্যা নিয়ে সমস্যায় পড়বেন। জাতিকারা অহেতুক সমালোচনার শিকার হবেন। শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।


কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা: ৯
পরিবারের উদ্যোগে কাজ করার মানসিক জোর পাবেন। হতাশা দূর হবে। জাতিকারা ন্যায্য অধিকার দাবি করলেও সেটি থেকে বঞ্চিত হওয়ার সুযোগ আছে। প্রেমযোগ নেই।

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।


তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,  শুভ সংখ্যা : ২১
পারিবারিক শান্তিতে মানসিক চাঞ্চল্য বাধা হয়ে দাঁড়াবে। আত্মীয়দের মাধ্যমে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। জাতিকাদের ক্ষেত্রে নতুন বন্ধু লাভের যোগ দেখা যাচ্ছে। তবে প্রেমের সম্পর্ক নিয়ে জটিলতায় পড়তে হতে পারে।
 
টোটকা: একটি গোটা সুপারি ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।


বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮
দিনের শেষে ফলাফল ভালো হবে। প্রেমে সফলতার যোগ আছে। জাতিকারা জটিল পারিবারিক সমস্যায় জড়িয়ে পরবেন। মানসিক অবসাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।


ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)  শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৩
অভিভাবকদের সাহায্যে সমস্যার সমাধান হবে। আজ পারিবারিক মনোমালিন্যের সমাধান হবে। জাতিকাদের দায়িত্ব বাড়বে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।


মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
প্রেম ও দাম্পত্য ক্ষেত্রে শুভ সংবাদ আসতে পারে। জাতিকারা পরিবারে বিশেষ কাজের জন্য সম্মান পাবেন। পারিবারিক জমায়েত বা অনুষ্ঠানে সম্মান লাভ হতে পারে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।


কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৬
প্রেম নিয়ে গোটা দিন উত্তেজনার মধ্যে কাটবে। দাম্পত্য সম্পর্কে বাধা আছে। জাতিকারা পরিবারের সহায়তায় সাফল্যের রাস্তা খুঁজে পাবেন।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে পানিতে ফেলে দিন।


মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। ব্যবসাযোগ শুভ। জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ দূর হবে। উৎসাহজনক খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: ছাত্ররা পড়ার টেবিলে এক গ্লাস জল রাখুন। মন চঞ্চল হলে গ্লাসের দিকে তাকিয়ে থাকুন। মন শান্ত হবে।


বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।