ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

পরিবারের সহযোগিতায় এগোবেন মীন, বৃষের আনন্দ সংবাদ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ২৬, ২০১৫
পরিবারের সহযোগিতায় এগোবেন মীন, বৃষের আনন্দ সংবাদ

আজ কেমন যাবে
তারিখ: ২৬/০৫/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
দিনের মধ্যভাগের মধ্যে শুভ কাজগুলি শেষ করতে পারলে ভালো হয়। পারিবারিক সমস্যা বাড়তে পারে।

জাতিকারা মানসিক স্বস্তি ফিরে পাবেন। আটকে যাওয়া কাজ শেষ হতে পারে।

টোটকা: একটি পিতলের পাত্রে ডাবের জল দিয়ে শোবার সময় মাথার কাছে রাখলে উপকার পাবেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
আজকের দিনে পরিবারে আনন্দ সংবাদ আসতে পারে। বাকি থাকা কাজগুলি গুছিয়ে নিতে পারবেন। জাতিকারা অন্যকে সাহায্য করতে গিয়ে বিচার-বিবেচনা করে কাজ করুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: বেলপাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :৮
অর্থলাভের যোগ আছে, তবে প্রেমযোগ সামান্য। জাতিকাদের নানা বাধার ভিতর দিনটি কাটবে। রাতের দিকে সমস্যার সমাধান হতে পারে।

টোটকা: সিঁদুর ও তেল দিয়ে একটি পিতলের থালায় অর্ধেক চাঁদ এঁকে রাখুন।


কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :১৭
ব্যবসা নিয়ে আইনি সমস্যার যোগ আছে। পারিবারিক আলোচনায় জাতিকাদের মতামত গুরুত্ব পেতে পারে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।

টোটকা: একটি মাটির পাত্রে কালো জিরা, শুকনো লঙ্কা ও ভেজানো চাল রেখে সেটিকে পানিতে ভাসিয়ে দিয়ে পিছনদিকে না ফিরে চলে আসুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে ব্যবসায় অর্থলাভ হতে পারে। আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। জাতিকারা সন্ধ্যের পর শারীরিক কষ্টের শিকার হতে পারেন। পারিবারে নতুন দায়িত্ব নিতে হতে পারে।

টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে পাঁচটি কড়ি রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
প্রেমের বিষয় নিয়ে মনের ভিতর খচখচানি থাকবে। আজকের দিনে সমস্যার সহজ সমাধানের আশা কম। জাতিকাদের বারবার সিদ্ধান্ত বদল করতে হতে পারে। তবে সুযোগ কাজে লাগিয়ে উন্নতির যোগ আছে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
ব্যবসার হিস‍াব নিয়ে জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কোনো কর্মচারীর আচরণ সন্দেহজনক হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পুরনো শত্রুতা বিচলিত করবে। সন্তানকে নিয়ে চিন্তার জন্ম হতে পারে।

টোটকা: তিনটি বটগাছের পাতায় সামান্য কাঁচা হলুদ দিয়ে কাছে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
প্রেম নিয়ে অযথা বিচলিত হবেন না। অপেক্ষা করলে প্রেমে শুভ ফল পাবেন। জাতিকাদের প্রতিযোগিতায় জয় বা উপহার প্রাপ্তির যোগ আছে। কাজের সূত্রে ভ্রমণ করতে হতে পারে।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
আর্থিক বিষয় নিয়ে কিছুটা উত্তেজনার মধ্যে পড়তে পারেন। জাতিকারা আকস্মিক ঘটনায় সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় পড়বেন। অভিভাবকদের নির্দেশ পালনের মাধ্যমে সফল হতে পারেন। প্রেমযোগ আছে।

টোটকা: বাড়ির উত্তর দিকে একটি ফুলের টব তিনটি সাদা ঝিনুক  রাখলে বিপদ কেটে যাবে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা :৫
কর্মক্ষেত্রে জট কাটিয়ে এগোনোর চেষ্টা করলে বাধাপ্রাপ্ত হবেন। পারিবারিক দিক থেকে সহায়তা পাবেন। জাতিকারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় সম্মানিত হবেন। নতুন যোগাযোগের রাস্তা খুলতে পারে।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
ব্যবসার অংশীদারদের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। বাধার ভিতরে কোনো আশার আলো দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেতে নতুন কোনো পরিবর্তন আপনার অনুকূলে চলে আসতে পারে। ভাবপ্রবণতা দূর করলে ভালো থাকবেন।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
পারিবারিক সহায়তা আপনাকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাবে। জাতিকাদের অন্যের কথায় সুযোগ হাতছাড়া হতে পারে। অপছন্দের পরিবেশ এড়িয়ে চলুন। প্রেমযোগ শুভ।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।