ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

সিংহের প্রেম যোগ শুভ, বৃশ্চিকের অর্থলাভের সম্ভাবনা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
সিংহের প্রেম যোগ শুভ, বৃশ্চিকের অর্থলাভের সম্ভাবনা

আজ কেমন যাবে
তারিখ-২৫/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
কোনো ধার্মিক মানুষের প্রভাবে আত্মিক উন্নতি হবে। আত্মিক উন্নতির সাথে সাংসারিক সমস্যাও কমতে থাকবে।

নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। লক্ষ্যচ্যুত না হলে সমাজে সম্মান বাড়তে থাকবে। সন্ধ্যার পর পরিস্থিতি শুভ।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পড়ুন।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
অন্য কারো ভবিষ্যতের বিষয়ে আপনার  সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না। কারো আচরণে ক্ষুব্ধ না হয়ে ধীরে চলার নীতি গ্রহণ করুন। প্রেমিক-প্রেমিকাদের জন্য শুভ খবর আসতে পারে।

টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির ওপর আঘাত করে ভেঙে ফেলুন।

মিথুন: (২২মে-২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
আপনার সততাই আপনার শক্তি। পরিবেশ অনুকূল না থাকায় কাজে কিছু সমস্যা হতে পারে। তবে সততা থেকে সরে আসবেন না।   প্রেম যোগ শুভ।

টোটকা: একটি নাভি শঙ্খ নিজের কাছে রাখুন।

কর্কট: (২২ জুন-২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা: ১২
আপনার দৃঢ়তার শুভ প্রভাব পড়বে আপনার উন্নতিতে। নিজ মতে চলার চেষ্টা করুন। দুপুরের পর প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রেম যোগ শুভ।

টোটকা:  একটি রুপার কয়েন নিজের সঙ্গে রাখুন।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
পরিবার এবং সন্তান নিয়ে দুশ্চিন্তা লেগেই থাকবে। দুপুরের পর শুভ পরিবর্তন দেখা দেবে। পরিবারের সবাইকে খুশি করার চেষ্টা করলেও পারবেন না। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা বাড়বে। প্রেম শুভ।

টোটকা: একটি পাত্রে যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারারাত রাখুন।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)  শুভ রং: বেগুনি,  শুভ সংখ্যা: ৫
গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকুন। আর্থিক সমস্যার যোগ আছে। দুপুরের পর থেকে সময় ভালো হতে পারে। কোনো আত্মীয়কে নিয়ে মানসিক যন্ত্রণার শিকার হতে পারেন।

টোটকা: শয়নকক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি,   শুভ সংখ্যা: ৯
সফলতা পেতে গেলে আপনাকে নিয়মানুবর্তী হতে হবে। দিনের শেষ অংশ কিছুটা বাঁধাবহুল।   অর্থিক যোগ শুভ। সঞ্চয় করার চেষ্টা করুন। প্রেম যোগ মধ্যম।

টোটকা: শয়নকক্ষে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা: ৬
সময়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে সমস্যা হবে। নিয়মের বাইরে কোনো কাজ করতে যাবেন না। অর্থলাভ হতে পারে। দিনের শেষে বকেয়া কাজ সুসম্পন্ন হতে পারে। প্রেম যোগ শুভ।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৯
আত্মীয়দের প্রভাব পরিবারে সমস্যা সৃষ্টি করবে। আত্মীয়দের দাম্পত্য জীবনে শান্তি ব্যাহত হতে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে। প্রেম যোগ নেই।

টোটকা: লোহা, দস্তা এবং তামার তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
মন অশান্ত থাকায় কাজে ভুল হতে পারে। আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে কোনো মিথ্যা অভিযোগ উঠতে পারে। রাশিচক্রে বাঁধার ফলে কাজের অগ্রগতিতে কিছুটা সমস্যা হতে পারে।
 
টোটকা: একটি কাঁচা কলাকে তেল এবং সিঁদুর মাখিয়ে সমানভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১০
ব্যবসা নিয়ে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসবে। অর্থ ধার দিলে ফেরত পেতে সমস্যা হবে। গুরুত্বহীন কাজে অর্থ ব্যয় হতে পারে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি এবং কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে স্থাপন করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শুভ রং: আকা‍শি,  শুভ সংখ্যা: ১১
আর্থিক ব্যাপার নিয়ে ব্যবসায়ে অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। আত্মীয়দের মধ্যে কোনো মনোমালিন্যের কারণে দূরত্ব বেড়ে যাবে। নিজের কাজে সফল হবেন। প্রেম যোগ নেই।

টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোর’ দুই টুকরো করে একটি মাটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।