ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

খেলাধুলায় পুরস্কার মিথুনের, কন্যার ভাবাবেগে দুঃখ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
খেলাধুলায় পুরস্কার মিথুনের, কন্যার ভাবাবেগে দুঃখ

আজ কেমন যাবে
তারিখ: ১৯/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ –২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আপনার যোগ্যতা সূত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।

নতুন বাড়ি বা বাহন কেনার পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
বিকল্প কাজের সন্ধানে কাছের বন্ধুর সাহায্য পাবেন। উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ আসতে পারে। রক্তচাপের হেরফেরে রোগভোগ বাড়তে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
ব্যবসায় বিশেষ লাভের মুখ দেখতে পারেন। খেলাধুলায় সাফল্যের পুরস্কার জুটতে পারে। অকারণ বিতর্ক-বিবাদে জড়িয়ে বিপাকে পড়ার আশঙ্কা আছে। প্রেম যোগ নেই।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
দুর্বলতার সুযোগ নিয়ে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতি-পড়শির উৎপীড়ন এড়াতে বাসস্থান বদলের পরিকল্পনায় আশার আলো। শ্বশুরকুল থেকে অর্থ-সম্পত্তি প্রাপ্তিযোগ আছে। দাম্পত্যযোগ সমস্যাযুক্ত।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে জলে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
ব্যবসা সম্প্রসারণে জন্য শুভ দিন। আইনঘটিত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পারিবারিক দায়িত্ব পালন নিয়ে ভাই-বোনের সঙ্গে বিবাদের সম্ভাবনা। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
মাত্রাছাড়া ভাবাবেগের ফলে দুঃখ পেতে পারেন। অন্যমনস্কতার জন্য বকুনি খাওয়ার সম্ভাবনা আছে। সাংস্কৃতিক কর্মে সাফল্যের বিশেষ স্বীকৃতির যোগ বর্তমান। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
ধৈর্য ও মনোবলের সাহায্যে সাংসারিক সমস্যার সমাধান হবে। ব্যবসা বা শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভালো। লাগাতার শ্বাসকষ্ট উপেক্ষা করা ঠিক হবে না। প্রেমযোগ নেই।

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
বৈষয়িক কারণে স্বজন-বান্ধবের সঙ্গে মনোমালিন্য। কর্মে সাফল্য এলেও অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা দেখা দিতে পারে। নতুন গৃহারম্ভের যোগ আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পরিকল্পনা সফল হবে। পারিবারিক কোনো অনুষ্ঠানের পরিকল্পনায় হঠাৎ ব্যাঘাত ঘটতে পারে। তৃতীয় ব্যক্তির অতিরিক্ত অনুপ্রবেশে প্রেম-প্রণয়ে জটিলতা বাড়বে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অত্যধিক উদার মানসিকতার জন্য কেউ কেউ ভুল বুঝতে পারে। পারে। হঠকারি সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় বিনিয়োগে করলে ক্ষতির আশঙ্কা। হাঁটু সমস্যায় দুর্ভোগ হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।


কুম্ভ:
(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

নতুন কাজের চেষ্টা সফল হতে পারে। বিষয়-সম্পত্তি সংক্রান্ত মামলার ফল অনুকূলে যাওয়ার ইঙ্গিত। প্রেম-প্রণয়ে আকস্মিক আঘাতের আশঙ্কা।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল ও কয়েকটি দ‍ুর্বাঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
আপনার বিরুদ্ধে নানা কথা ও সৎ প্রচেষ্টার পক্ষে উপহাস জুটতে পারে। ব্যবসা ও শেয়ার বাজারে ক্ষতির আশঙ্কা রয়েছে। অপ্রত্যাশিতভাবে কর্ম সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এএ/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।