ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেম শুভ মেষ-মীনের, জটিলতা কন্যার

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
প্রেম শুভ মেষ-মীনের, জটিলতা কন্যার

আজ কেমন যাবে
তারিখ- ০১/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
কোনো সহকর্মীর কূট চালে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। মূল্যবান জিনিস চুরি বা হারানোর আশঙ্কা।

ইতিহাস অথবা সাহিত্য নিয়ে কাজ করছেন এমন ব্যক্তিদের জন্য শুভ দিন। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
সবার কথা ভাবতে গিয়ে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা বর্তমান। কর্মক্ষেত্রের সমস্যা সমাধান হয়ে যেতে পারে। আর্থিক বিষয় নিয়ে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্যের অভাবে অর্থ সঙ্কটের আশঙ্কা দেখা দিতে পারে। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান হবে। বাসস্থান কেনা বা নির্মাণ শুরুর এটি শুভ দিন। বাসস্থান পরিবর্তন করতে চাইলে তার পরিকল্পনা করতে পারেন।

টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
আজ স্বীকৃতি লাভের যোগ খুব একটা শক্তিশালী নয়। অর্থনৈতিক সংযমের অভাবে আর্থিক বিপত্তির আশঙ্কা। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্য জীবনে জটিলতা দেখা দিতে পারে। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে।

টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
কাজ উপলক্ষে দূর ভ্রমণে যেতে পারেন। আপনার সততার জন্য অন্যের কাছে প্রিয় হয়ে ওঠার সম্ভাবনা। স্বামী-স্ত্রীর মতান্তর দূর হতে পারে। পরিবারে শান্তি ফিরে আসবে।

টোটকা: একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৮
কর্মস্থলে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। প্রেম-প্রণয়ে নতুন জটিলতা চিন্তা বাড়াবে। উচ্চশিক্ষায় কৃতিত্ব লাভ করতে পারবেন। আর্থিক পাওনা ফিরত চাওয়ার সুযোগ পাবেন না। খরচ বাড়া ইঙ্গিত দেখা যাচ্ছে।

টোটকা: শয়নকক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ১৯
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। আইনি লড়াইয়ে ইতিবাচক ফলের সম্ভাবনা আছে। ব্যবসার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আকস্মিক আঘাত আসতে পারে। প্রতিটি পদক্ষেপ চিন্তা করে ফেলুন।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৬
অত্যধিক উদার মানসিকতার জন্য কর্মস্থলে বিড়ম্বনায় পড়তে হতে পারে। ব্যবসায় হঠকারি বিনিয়োগে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। পেটের বা হজমের সমস্যায় দুর্ভোগ সইতে হতে পারে। শারীরিক অস্বস্তি কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
জটিল কাজ উদ্ধার করে সবার সমীহ আদায় করবেন। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদের আশঙ্কা দেখা দেবে। জীবাণুঘটিত জ্বর, পেটের সমস্যা ভোগাতে পারে। প্রেম নিয়ে কিছু জটিলতা দেখা দিতে পারে।

টোটকা: লোহা, দস্তা ও তামা- তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২১
কারো উসকানিতে আত্মীয় মহলে মানহানির আশঙ্কা দেখা যাচ্ছে। ন্যায্য পাওনা পেতে দেরি হতে পারে। টিউমার জাতীয় সমস্যা থাকলে দুর্ভোগ বাড়াবে। দাম্পত্য জীবনে অর্থ নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
 
টোটকা: একটি কাঁচা কলাকে তেল ও সিঁদুর মাখিয়ে সমানভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১
ব্যবসায় অংশীদারের কাজ-কর্মে বাড়তি নজর রাখা দরকার। ব্যবসা নিয়ে আপনার সামান্য হাল ছড়ে দেওয়া মনোভাব বড় ক্ষতি ডেকে আনতে পারে। পেটের সমস্যা বা আলসারে ভোগান্তির লক্ষণ দেখা যাচ্ছে।

টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি ও কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে স্থাপন করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ১২
সম্পত্তি রক্ষায় বাড়তি সতর্কতা দরকার। পরিবারের বিরুদ্ধে কেউ গোপনে শত্রুতা করতে পারে। কোনো খবরে মানসিক যন্ত্রণা হতে পারে। শ্লেষ্মা  ও গলার পীড়ায় কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোড়’, দু’টি টুকরো করে একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।