ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

মেষের শুভ রং সবুজ, মিথুনের লাল

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
মেষের শুভ রং সবুজ, মিথুনের লাল

আজ কেমন যাবে
তারিখ: ১৯/০৩/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
অর্থনৈতিক লাভের যোগ স্পষ্ট। কোনো ধরনের প্রলোভন আপনাকে বিভ্রান্ত করতে পারে।

জাতিকারা নিকটাত্মীয়ের মাধ্যমে পারিবারিক সমস্যার শিকার হতে পারেন। নেতিবাচক চিন্তা মন থেকে দূরে রাখতে পারলে সফলতা আসবে। প্রেমযোগ থাকলেও বাধাযুক্ত।

টোটকা: ভোরে শয্যা ত্যাগ করার সময় পশ্চিমদিকে মুখ করে প্রথমে ডান পা মাটিতে ফেলুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
নতুন পরিকল্পনায় আর্থিক লাভ হতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রের সন্ধান পাওয়ার বার্তা থাকছে। গোটা দিন জল থেকে সাবধানে থাকুন।

টোটকা: সারাদিন একটি পাত্রে পানিতে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
আজকের দিনে শারীরিক সমস্যায় ভুগতে পারেন। কেউ লোভ দেখালে তার থেকে সতর্ক থাকুন। ব্যবসার ক্ষেত্রে চোখ-কান খোলা রাখুন। প্রেমের জন্য আজকের দিনটি অনুকূল। জাতিকাদের চাকরি ক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে।

টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
ব্যবসায়ীদের জন্য অনুকূল। ছাত্রদের জন্য দিনটি শুভ। জাতিকাদের ক্ষেত্রে অযাচিত সুযোগ আসতে পারে, তবে লোভের পথে পা বাড়ালে বিপদের আশঙ্কা আছে।

টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
ধাতু বা লোহার ব্যবসায় দ্রুত লাভবান হওয়ার যোগ। বিদেশে নতুন ব্যবসায়ী যোগাযোগ হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা আছে। জাতিকাদের ক্ষেত্রে আত্মীয়দের উপস্থিতি পারিবারিক সমস্যাকে জটিল করে তুলবে। প্রেমযোগ আছে।

টোটকা: কাজের জায়গায় একটি তুলসী গাছ রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
বন্ধুর পরামর্শে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে সহকর্মীর বিরাগভাজন হওয়ার যোগ আছে। জাতিকারা কাছের বন্ধু-আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকবে।
 
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৯
পেশাজীবীদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা আছে। আঘাতজনিত সমস্যা দেখা দিতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা। হাঁপানির সমস্যা কষ্ট দিতে পারে। আজকের দিনে প্রেমযোগ শুভ নয়।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।  

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা: ৬
ব্যবসার গতিপ্রকৃতি নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা আছে। পারিবারিক ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সমস্যা মিটে যাবে।

টোটকা: কাজের টেবিলে একটি গাছ রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
স্মৃতিভ্রমের ফলে কর্মক্ষেত্র বা ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। সমালোচনা শুনতে হবে। জাতিকারা আগুন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মনকে স্থির রেখে লক্ষে অবিচল থাকুন, তবেই সাফল্য আসবে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: একটি গোটা ফলসহ তিনটি জবা ফুল জলে ভাসিয়ে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
আপনার কাজের সমালোচনা হলে উত্তেজিত হবেন না। দিনের মধ্যভাগ থেকে ব্যবসা স্থলে আস্থাহীনতা শুরু হতে পারে। জাতিকাদের সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। নিকট‍াত্মীয় বা বন্ধুর দ্বারা অসম্মানিত হতে পারেন।
 
টোটকা: শুক্রবার দিন সূর্যোদয়ের আগে বিছানা ত্যাগ করলে উপকার পাবেন।  

কুম্ভ:(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা: ৮
আপনার সমস্যার কথা পরিবারের অগ্রজদের জানান এবং তাদের মতামত নিন। প্রস্টেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ও তার মাধ্যমে নতুন লাভের যোগ আছে। অবসাদ থেকে নিজেকে দূরে রাখুন। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি পান সেজে সেটিকে ভোরবেলা জলাশয়ে ফেলে দিন।
                    
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
কর্মক্ষেত্রে উচ্চপদের ব্যক্তির সুনজরে পড়তে পারেন। কিন্তু শত্রু বাড়ার ইঙ্গিত রাশিচক্রে বর্তমান। জাতিকারা উপহার লাভ করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। জাতিকাদের ছোটখাটো শারীরিক সমস্যা চিন্তিত রাখবে। যাত্রাপথে সমস্যার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে নতুন সমস্যা সামনে আসতে পারে।

টোটকা: ঠিক সূর্যোদয়ের সময় বট গাছ তিনবার প্রদক্ষিণ করে তার গোড়ায় জল দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।