ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের মানসিক চাপ, মকরের পাওয়া লাভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
কুম্ভের মানসিক চাপ, মকরের পাওয়া লাভ

আজ কেমন যাবে
তারিখ- ১২/০৩/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
রাশিচক্রের শুভ প্রভাবে বাধা দূর হবে। মঙ্গলের প্রভাবে আজকের দিনে শত্রুপক্ষ আপনার কাছে পরাভূত হবে।

জাতিকারা পরিবারে সম্মান বাড়ানোয় সুনাম অর্জন করবেন। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে।

টোটকা: দক্ষিণ হাতের কব্জিতে পাঁচটি কুশ, পাঁচটি দ‍ুর্বা একটি লাল সুতোয় বেঁধে পরুন। সূর্য ডোবার পর সেটিকে জলে ভাসিয়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
ধৈর্যচ্যুতির ফলে অযাচিত ঘটনা ঘটতে পারে। ভুল বোঝাবুঝি জন্য অর্থনাশের যোগ আছে। রাতের দিকে কোনো খবরে আপনি কিছুটা বিচলিত হতে পারেন। জাতিকারা পরিবারের সমস্যায় চিন্তিত হবেন। দূরে থাকা সন্তানের খবর আসতে পারে।

টোটকা: পানিতে পাঁচটি পানপাতা রেখে বসার ঘরে উত্তর কোণে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
বুধ গ্রহের শুভ প্রভাবে আজকের দিনে ইচ্ছানুযায়ী ফল লাভ করবেন। সন্ধ্যার আগে হিসাব ও লেনদেন সেরে ফেলুন। পাওনা আদায়ে কৌশলের আশ্রয় নিতে হবে। জাতিকাদের কৃতকর্মের ফলে অর্থদণ্ড দিতে হতে পারে। কর্মস্থলে নতুন পদক্ষেপ নিতে হবে।

টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন, আতর বা সুগন্ধি বাড়ির দরজার পাশে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কোনো আত্মীয়। প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সামাজিক দিক থেকে সুনাম বাড়তে পারে। জাতিকারা সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ততার মধ্যে দিন কাটাবেন।   শারীরিক দুর্বলতার বা রক্তাল্পতার শিকার হতে পারেন।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
সূর্যের প্রভাব রাশিচক্রে দেখা যাচ্ছে। তাই দিনের বেলা শুভ ভাব বজায় থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের যথেষ্ট সাহায্য পাবেন। চাকরি বদলের যোগ আছে। জাতিকারা হাতের কাজের জন্য সুনাম বা পুরস্কার পেতে পারেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
একাধিক শুভ গ্রহের সন্নিবেশের জন্য সবাই আপনার প্রশংসা করবে। সামাজিক ক্ষেত্রে ব্যয় করার যথেষ্ট কারণ থাকতে পারে। জাতিকাদের পদস্থ ব্যক্তির সাহায্যে আর্থিক উন্নতির যোগ আছে। কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়া প্রয়োজন।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল, অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,  শুভ সংখ্যা : ২১
আজকের সম্পত্তি সংক্রান্ত বিষয় এড়িয়ে চলুন। আজ ভূ-সম্পত্তি ভাগের বিষয় নিয়ে সমস্যার জন্ম হতে পারে। গায়কদের জন্য শুভ। জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে পরিবারে আনন্দ থাকবে। কর্মক্ষেত্রে মতবিরোধজনিত সমস্যা দেখা দিতে পারে।  

টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
বকেয়া অর্থ লাভের যোগ আছে। জাতিকারা মানসিক চিন্তা থকে মুক্ত হবেন। অর্থ ও পরিবার সব দিকেই সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ। তবে দাম্পত্য বিষয়ে সতর্ক থাকুন।

টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
বৃহস্পতির প্রভাবে ভালো খবর পেতে পারেন। পরিবারের সবার সঙ্গে আলোচনা করে এগোনোর ফলে ব্যবসায় সুফল পাবেন। জাতিকাদের আশানুরূপ সম্মান লাভ হবে। কর্মক্ষেত্র সম্পর্কিত আলোচনা সফল হবে। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
ছোট ভুল বোঝাবুঝির ফলে বড় সমস্যার যোগ আছে। গুরুজনদের পরামর্শ কাজে লাগবে। জাতিকাদের পরিবারে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। পাওনা লাভের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: কলাপাতায় কিছুটা ভেজানো চালকে পাঁচটি ভাগে ভাগ করে পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি বাতাসা সহকারে জলাশয়ের ধারে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
রাশিচক্রে কেতুর বক্র দৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। এর ফলে কোনো বিরূপ পরিস্থিতির শিকার হতে পারেন। সতর্ক না হলে বিপত্তির মুখে পড়তে পারেন। জাতিকারা জড়াতে পারেন নিকট আত্মীয়ের তৈরি সমস্যায়। মানসিক চাপ বাড়বে।

টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
ঈর্ষার ফলে আয়নার ক্ষতির চেষ্টা করা হতে পারে। গুপ্ত শত্রুতার যোগ আছে। জাতিকারা বিতর্কিত পরিস্থিতি এড়িয়ে চলুন। তবে অর্থক্ষেত্রে রাশিচক্রের শুভ ভাবের ফলে অভীষ্ট লক্ষে পৌঁছাতে পারবেন।

টোটকা: নিমগাছের ছাল জলে ভিজিয়ে সেই জলে গোসল করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।