ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা আক্রান্তসহ সব রোগী ভর্তি করছে ঢামেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
করোনা আক্রান্তসহ সব রোগী ভর্তি করছে ঢামেক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেছেন, ‘করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এছাড়া, করোনা ইউনিট ছাড়াও ঢাকা মেডিক্যাল পুরনো ভবনে প্রায় সব বিভাগে রোগী ভর্তি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে ঢামেক হাসপাতালের পরিচালক এসব কথা বলেন।

সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। সারা দেশ থেকে রোগীরা এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে বেড খালি না থাকলে রোগীদের ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়ারও ইতিহাস আছে। এ ধারাবাহিকতা অব্যাহত আছে। ’

তিনি বলেন, ‘সারা বিশ্বের পাশাপাশি আমরাও যেহেতু করানো ভাইরাসের ভয়াবহতা পার করছি। এর জন্য স্বাস্থ্যবিধি মেনে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনারা জানেন, করোনার আগে হাসপাতালের ১০ তলা নতুন ভবন মেডিসিন বিভাগ ছিল। সেখানে এখন করোনা রোগীদের ভর্তি করা হচ্ছে। পাশাপাশি সাসপেক্ট করোনা রোগীদের ভর্তি করা হচ্ছে। এছাড়া, সার্জারি রোগীরা করোনায় আক্রান্ত হলে তাদের আলাদা ইউনিটে ভর্তি করা হচ্ছে। সেখানে তাদের সার্জারি করা হচ্ছে। ’

তিনি বলেন, ‘হাসপাতালের নতুন ভবন যেহেতু করোনা ইউনিট তাই মেডিসিন ওয়ার্ড বন্ধ থাকলেও হাসপাতালের বহির্বিভাগে কয়েকজন মেডিসিন রোগীর ভর্তি নেওয়া হচ্ছে। এছাড়া, হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পাশাপাশি জেনারেল অস্ত্রোপচার স্বাভাবিক নিয়মে চলছে। হাসপাতালে চিকিৎসা নিতে যারাই আসবেন, স্বজনসহ সবাই অবশ্যই মুখে মাস্ক পরে আসবেন। ’

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।