ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হজক্যাম্পে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
হজক্যাম্পে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী হজক্যাম্পে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ঢাকা: রাজধানীর আশকোনা হজক্যাম্পে এশিয়ার সর্ববৃহৎ বিএসএল-২ সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের মোবাইল আরটি-পিসিআর (করোনা ভাইরাস টেস্টিং) ল্যাব উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় বিদেশফেরত যাত্রীদের জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ শনাক্তকরণ এবং আরটি-পিসিআর মোবাইল ল্যাবরেটরি ও অ্যান্টিজেন টেস্ট শুভ উদ্বোধন করেন তিনি।

এরপর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলার সক্ষমতা আমাদের আছে। তবে নতুন ল্যাব উদ্বোধনের মাধ্যমে এ সক্ষমতা আরও বাড়লো। আমাদের দেশে এর আগে ইউরোপ থেকে আসা যাত্রীদের তিনদিন হোম কোয়ারেন্টিনে রাখা হতো। এখন ইউরোপ থেকে নতুন আগতদের আমরা তিনদিনের পরিবর্তে সাতদিন করে হোম কোয়ারেন্টিনে রাখবো। পরে কোভিড-১৯ টেস্ট করে তাদের বাড়িতে যেতে দেওয়া হবে। ’

তিনি বলেন, ‘আমাদের দেশে এখন সুস্থতার হার ৮৬ থেকে ৮৮ শতাংশের মধ্যে। অন্যদিকে, আক্রান্তের হার ১০ শতাংশের ঘরে ওঠানামা করছে, একই অবস্থানে আছে মৃত্যুর হার। আক্রান্ত ও মৃত্যুর হার আমাদের নিয়ন্ত্রণে রাখতে আরও সচেতন হতে হবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আছে‌। এখনো নতুন করে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি। ’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় আমরা ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। তবে যদি তা বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আমরা এর সংখ্যা আরও বাড়াবো। তবে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো। ’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমবিডিসি) ও লাইন ডাইরেক্টর টিবি-এল ও এএসপি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম,

আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ এবং ১৬ বীর ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হাজী ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
পিএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।