ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সচল হলো ওসমানী মেডিক্যালের পিসিআর মেশিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
সচল হলো ওসমানী মেডিক্যালের পিসিআর মেশিন ফাইল ফটো

সিলেট: চারদিন পর সচল হলো সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিকল হয়ে পড়া আরটি-পিসিআর মেশি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) হাসপাতালটিতে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মেশিনটি সোমবার (৭ ডিসেম্বর) মেরামত সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার থেকে পুরোদমে করোনা পরীক্ষা শুরু হয়েছে।

গত শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে হাসপাতালটির পিসিআর ল্যাব বিকল হওয়ায় করোনা ভাইরাস পরীক্ষা ব্যাহত হয়। এ কারণে বেশি বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা। সিলেটের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা আটকে যায়।

অবশেষে গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা থেকে মেশিন মেরামতে আসেন টেকনিশিয়ানরা। তাদের চেষ্টায় সমস্যা সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।