ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু শনিবার

ঢাকা: আগামী ৫ ডিসেম্বর (শনিবার) থেকে করোনা ভাইরাস শনাক্ত করণে দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে।

বুধবার (২ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বাংলানিউজকে বলেন, যেসব জেলায় করোনা পরীক্ষার জন্য ল্যাব নেই এমন ১০টি জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু হবে।

এ পদ্ধতিতে মাত্র ২০ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে।  

জেলাগুলো হলো: পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেট। এর মধ্যে সিলেটে শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি নয় জেলার জেলা সদর হাসপাতালে এ টেস্ট করা হবে। প্রতিটি জেলায় ১০ জন চিকিৎসক, ১০ জন মেডিক্যাল টেকনোলোজিস্ট ও ১০ জন পরিসংখ্যানবিদকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সরকার অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষায় অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
পিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।