ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বড়াইগ্রামে কর্মজীবী মায়েদের জন্য হেলথ ক্যাম্প  অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
বড়াইগ্রামে কর্মজীবী মায়েদের জন্য  হেলথ ক্যাম্প  অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে কর্মজীবী ল্যাকটেটিং মাদার (গর্ভবতী, প্রসূতি, দুগ্ধবতী মা) সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর আয়োজন করেন।

হেলথ ক্যাম্পে বনপাড়া পৌরসভার নির্বাচিত ৫০০ দুগ্ধবতী মা অংশ নেন। ক্যাম্পে মাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।  

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া কলি, হেলথ কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. ইশরাত জাহান, তথ্যসেবা কর্মকর্তা মনিরা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।