ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও একজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও একজন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন একজন। একইসঙ্গে জেলাটিতে ৩৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।

এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬২ জন।

এরমধ্যে তিনজন বিদেশি নাগরিক রয়েছেন।

সিভিল সার্জন বলেন, জেলায় করোনা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে অন্তর্ভুক্ত করে মোট ১৬২ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। এদের প্রায় সবাই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এছাড়া তিনজন বিদেশি নাগরিক রয়েছেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, জেলাবাসীকে অনুরোধ করছি আপাতত জনসমাগম ও জনবহুল স্থান এড়িয়ে চলতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বেশিক্ষণ অবস্থান না করতে।

এর আগে জেলাটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন দুইজন। যারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।