ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত সন্দেহে পঞ্চগড়ে এক যুবক আইসোলেশনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
করোনায় আক্রান্ত সন্দেহে পঞ্চগড়ে এক যুবক আইসোলেশনে

পঞ্চগড়: পঞ্চগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আসাদুজ্জামান রাব্বী (২৬) নামে এক যুবককে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ মার্চ) রাত দেড়টার দিকে অসুস্থ অবস্থায় ওই যুবক হাসপাতালে গেলে ডাক্তার করোনার উপসর্গ পেয়ে তাকে আইসোলেশনে পাঠায়।

রাব্বী মাদারীপুর জেলার কালকিনী উপজেলার কয়ারিয়া শরীফ বাড়ি এলাকার আদিল উদ্দীন শরীফের ছেলে।

সম্প্রতি তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা এলাকার সোহাবুর রহমান সুজন আলী নামে তার ভায়রার বাড়িতে বেড়াতে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে রাব্বী বুকে ব্যথা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসেন। এরপর চিকিৎসক করোনার উপসর্গ পাওয়ায় তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।  

এদিকে রাব্বীর সঙ্গে ভায়রা সুজনের পরিবারের লোকজনের মেলামেশা থাকায় দুইজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।  

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. সিরাজুদ্দৌলা পলিন বাংলানিউজকে জানান, রোগীর শ্বাসকষ্টসহ লক্ষণগুলো খুব বেশি তীব্র না। তবে আমরা আইইডিসিআর’র সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলার পাঁচ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনসহ ৫৬৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। তবে তাদের মধ্যে ১৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা কারো শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।