ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের হেক্সিসল-মাস্ক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
না’গঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের হেক্সিসল-মাস্ক বিতরণ নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে হেস্কিসল, সাবান ও মাস্ক বিতরণ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে হেক্সিসল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে হেস্কিসল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদে বাসায় থাকুন, প্রয়োজনীয় জিনিসপত্র আপনার বাসায় পৌছে দিব।

নিজে সচেতন হোন, আরেকজনকে সচেতনমূলক পরামর্শ দিন। করোনা ভাইরাস আতঙ্কের নয়, সচেতন হয়ে চলা ফেরা করলে এই রোগ থেকে আপনি আপনার আশেপাশে সবাই নিরাপদে থাকতে পারবেন।

তিনি আরও বলেন, বিদেশ থেকে ফেরা যাত্রীরা বাসায় ১৪ দিনের জন্য নিরাপদে থাকুন। তাদের বাসায় রাখা না হলে এ রোগ চারদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।

শওকত হাসেম শকু বলেন, ‘যারা আমাদের সুস্থ রাখার জন্য ভোর থেকে কাজ শুরু করে সেই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রথমেই হেক্সিসল, স্যাভলন সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। তারা যদি সুস্থ থাকেন, তাহলে এলাকার মানুষ সুস্থ থাকবে। তারপর আমার ওয়ার্ডের খানপুর, ব্রাঞ্চ রোড, খানপুর বউ বাজার ও সরদারপাড়া এলাকায় জনগণের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি যারা বাসায় নিরাপদে রয়েছেন, তাদের হোম ডেলিভারি শুরু করা হয়েছে। আগামী সাতদিন এ কার্যক্রম চলমান থাকবে, কারো যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আামাদের হট নম্বর ০১৭১১৫২৬৫৯২, ০১৬২৬৭৯৭১৩০, ০১৮১৭০১২৩৮৬, ০১৭৫৩৩৩১৪৩৩ কল করে জানান। ’

এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর সচিব মো. সিয়াম হোসেন, মো. আলী হাসান, নবী হোসেন, মো. দোলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।