ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে ভারত ফেরত এক বৃদ্ধা আইসোলেশনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
খাগড়াছড়িতে ভারত ফেরত এক বৃদ্ধা আইসোলেশনে

খাগড়াছড়ি: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে খাগড়াছড়িতে ভারত ফেরত এক বৃদ্ধাকে (৬০) আইসোলেশনে রাখা হয়েছে।
 

সোমবার (১৬ মার্চ) বিকেলে তিনি হাঁচি, কাশি, জ্বর এবং শরীর ব্যথা নিয়ে এলে চিকিৎসকরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালের করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত কক্ষে রাখেন। ইতোমধ্যে বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে।


 
জানা গেছে, তিনি ভারতের আজীমর শরিফ গিয়েছিলেন। সেখান থেকে একদিন আগে খাগড়াছড়ি ফেরেন। শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়লে সোমবার বিকেলে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক দেখান।
 
খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বাংলানিউজকে জানান, তাকে মূলত সন্দেহজনক হওয়ায় আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। নমুনা সংগ্রহের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় স্থানীয়দের আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই।
 
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।