ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে ‘হোম কোয়ারেন্টাইনে’ ১২৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
কিশোরগঞ্জে ‘হোম কোয়ারেন্টাইনে’ ১২৩ জন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিদেশ থেকে আসা ১২৩ জনকে ‘হোম কোয়ারেন্টাইন’ এ রাখা হয়েছে।এরা সবাই জেলার ভৈরব উপজেলাসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

এর মধ্যে জেলার অষ্টগ্রাম উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে’ (একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়) ৯ জনকে রাখা হয়েছে।  

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে, রোববার (১৫ মার্চ) পর্যন্ত জেলায় ‘হোম কোয়ারেন্টাইনে ৯৯ জনকে রাখা হয়।  

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা প্রবাসীরা নিজ নিজ বাড়িতে আছেন। তবে অষ্টগ্রাম উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৯ জনকে রাখা হয়েছে। সেখানকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে তারা রয়েছেন। তবে তাদের মধ্যে কারও করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি।
 
এদিকে ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইন’ সময় শেষ হওয়ায় সোমবার (১৬ মার্চ) ‘হোম কোয়ারেন্টাইন’ থেকে ৩ জন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। এ নিয়ে মোট ২৩ জন হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘন্টা, মার্চ ১৬, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।