ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা ভাইরাস রোগের লক্ষণ দেখা দেয় ৫ দিনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
করোনা ভাইরাস রোগের লক্ষণ দেখা দেয় ৫ দিনে ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে এর লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন সময় লাগে। ভাইরাসে আক্রান্ত হলে দু’ সপ্তাহের মধ্যে অবশ্যই লক্ষণ দৃশ্যমান হবে।

মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

মেডিক্যাল জার্নাল ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হলে পরবর্তী পাঁচ দিন থেকে দু’ সপ্তাহ সময়ের মধ্যে শরীরে এর লক্ষণ দেখা যাবে।

স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমানের সঙ্গে এ সময় সামঞ্জস্যপূর্ণ। এ থেকে বোঝা যায়, কোনো ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে, তাকে দু’ সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখাই যথাযথ।

ইতালি বা দক্ষিণ কোরিয়া ভ্রমণ করে আসা নাগরিকদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

রোগের লক্ষণ দেখা দেওয়ার সময়টি বের করার জন্য বাইরে ভ্রমণের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১৮০টি রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রথমদিকে গবেষণাটি করা হয়েছে। সে সময় ভাইরাস ছড়ানোর বিষয়টি সরাসরি চীনের উহানের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। আক্রান্ত ব্যক্তি কখন উহানে ছিলেন, সে তথ্য থেকে লক্ষণ দৃশ্যমান হওয়ার সময় বের করা হতো। তখন দেখা গেছে, সাধারণত ৫ থেকে ১২ দিনের মধ্যে শরীরে কোভিড-১৯ রোগের লক্ষণ দেখা দেয়।

গুরুতর কেইসগুলো নিয়ে এ গবেষণাটি করা হয়েছে। কম গুরুতর কেইসের জন্য লক্ষণ দেখা দেওয়ার সময় ভিন্ন হতে পারে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।