ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মানিকগঞ্জে কৃত্রিম, হাত-পা সংযোজন কেন্দ্রের উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
মানিকগঞ্জে কৃত্রিম, হাত-পা সংযোজন কেন্দ্রের উদ্বোধন 

মানিকগঞ্জ: সড়ক ও বিভিন্ন দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের বিনামূল্য কৃত্তিম অঙ্গ সংযোজনের লক্ষ্যে মানিকগঞ্জে একটি কৃত্রিম হাত ও পা সংযোজন কেন্দ্র স্থাপন করেছে আকিজ গ্রুপ।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার গোলড়া আকিজ টেক্সাটাইল মিলস লিমিটেডের অভ্যন্তরে স্থাপিত এ ‘নতুন কদম হাত ও পা সংযোজন কেন্দ্রের’ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক শেখ জামিল উদ্দিন, নির্বাহী পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ভিকার কোরেশী।

অনুষ্ঠানে বিভিন্ন দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জন ব্যক্তির কৃত্রিম পা সংযোজন করা হয়। তাদের মধ্যে ৪ জনকে ওই প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।