ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ৩৩৮ জন নতুন নার্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
ঢামেকে ৩৩৮ জন নতুন নার্স নতুন নার্স নিযোগ। ছবি: বাংলানিউজ

ঢাকা: সারা বাংলাদেশে ৫ হাজার ৯২ জন নতুন নার্স নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এদের মধ্য থেকে ৩৩৮ জন নার্সেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দেওয়া হয়েছে।  সোমবার থেকে তারা কাজে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে ঢামেক হাসপাতাল সংলগ্ন ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নার্সদের স্বাগত জানানো হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তাদের স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢামেকের সেবা তত্ত্বাবধায়ক খায়রুন নাহার ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (ঢামেক শাখা) সভাপতি কামাল হোসেন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা।

নাসির উদ্দিন বলেন, নতুন ৩৩৮ জন নার্স হাসপাতালে নিয়োগের কারণে রোগীদের সেবার মান আরো উন্নত হবে।  

কামাল হোসেন পাটোয়ারী বলেন, নার্সদের কাজই হচ্ছে রোগীদের সেবা করা এবং সুস্থ করে বাড়ি ফেরার পথ দেখানো।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (ঢামেক শাখার) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েলের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। বর্তমানে তিনি পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।