ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা

লক্ষ্মীপুর: মহান বিজয়ের মাস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১ ডিসেম্বর) লায়ন্সক্লাব ও আনোয়ারা-মনছুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক এ এফ শামছুদ্দিন আহমদ, এবি মহি উদ্দিন আহমদ, ডা. একে শফিক উদ্দিন আহমদ, অনুষ্ঠান সমন্বয়কারী এএফ হামিদ উদ্দিন আহমদ, একে মনির উদ্দিন আহমদ, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসীম উদ্দিন আহমদ, প্রফেসর ডা. মফিজ উল্লাহ, ডা.সাঈদ হাসান শাহরিয়ার, ডা. নাজমুস সাকিব অভি প্রমুখ।

জানা যায়, স্বাস্থ্য সেবা শিবিরে ঢাকার আগারগাঁও লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকসহ ফাউন্ডেশনের নিজস্ব চিকিৎসকরা রোগী দেখেন। পরে চোখে লেন্স সংযোজন (অপারেশন) জন্য প্রাথমিকভাবে শতাধিকরোগীকে বাছাই করা হয়। প্রত্যেক রোগীর হাসপাতালে চিকিৎসা ব্যায় ও থাকা খাওয়া ফ্রি।  

এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার ফাউন্ডেশনে বিনামূল্যে রোগী দেখেন শিশু রোগ অভিজ্ঞ ডা. শফিক উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।