ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ঝালকাঠি: ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ স্লোগানে ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক সমিতির আয়োজনে ঝালকাঠি পৌরশহরে বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়।

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণে পদযাত্রাটি সাধনার মোড় থেকে চৌমাথা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ডায়াবেটিক সমিতি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে ডায়াবেটিক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও ডায়াবেটিক সমিতির সভাপতি সরদার মো, শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচন ছিলেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার।

এছাড়া আলোচনায় অংশ নেন- ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. সাইদুল ইসলাম ও ডা. রুহুল আমিন।  

সভায় গণসচেতনা বাড়ানোসহ ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার ওপর করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।