ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব ডায়াবেটিস দিবসে ময়মনসিংহে পদযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
বিশ্ব ডায়াবেটিস দিবসে ময়মনসিংহে পদযাত্রা বিশ্ব ডায়াবেটিস দিবসে ময়মনসিংহে পদযাত্রা, ছবি: অনিক খান

ময়মনসিংহ: ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ স্লোগান নিয়ে ময়মনসিংহে বিশ্ব ডায়াবেটিস দিবসে ময়মনসিংহে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ ডায়াবেটিস সমিতির কার্যালয় থেকে এ পদযাত্রা বের হয়।

এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

পদযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা সিভিল সার্জন ডা. একেএম আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ময়মনসিংহ ডায়াবেটিস সমিতির কার্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।