ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর জন্মদিনে অতিরিক্ত ২ ঘণ্টা চিকিৎসা সেবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
প্রধানমন্ত্রীর জন্মদিনে অতিরিক্ত ২ ঘণ্টা চিকিৎসা সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অতিরিক্ত দুই ঘণ্টা চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কোনো সময়ই আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করেন না। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত আউট ডোরে চিকিৎসা সেবা দিয়ে থাকে।

ওই দিন দুই ঘণ্টা বাড়িয়ে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হবে।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ ঢাকার স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে অতিরিক্ত দুই ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান নাসিম।
   
‘এই জন্য দিবে যে, ওই দিনটি আমরা মানবতার সেবায় চিকিৎসা দিতে চাই। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ সবাই সেবা দিবে। ’

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের উদ্যোগ জানাতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, কক্সবাজারে যারা (স্থানীয় সরকারি হাসপাতাল) আছেন রোহিঙ্গাদের জন্য তারা সারা দিনই কাজ করছেন। ওই দিন তারা আরও বেশি করে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।