ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

জেনে নিন কোন খাবারে কতো ক্যালোরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
জেনে নিন কোন খাবারে কতো ক্যালোরি জেনে নিন কোন খাবারে কতো ক্যালোরি

ঢাকা: শরীরের মেদ কমাতে চাইলে বেশিরভাগ সময়ই সবাই পরামর্শ দেন ক্যালোরি মেপে খাবার খেতে। আমরা জানি, মেশিনে প্রস্তুত খাবার ও ফাস্টফুডে প্রচুর ক্যালোরি থাকে এবং এটা কম খাওয়া উচিত। কিন্তু আমাদের প্রতিদিনের ভাত-তরকারির ভেতর ক্যালোরির পরিমাণ কি আমরা জানি?

বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ১২শ ক্যালোরি গ্রহণ করা উচিত। ভাত, মাছ, ডাল, সিঙ্গাড়া-সমুচা, বিস্কুট, চা ইত্যাদি খাবার আমরা প্রতিদিনই গ্রহণ করি।

এসব খাবারে ক্যালোরির পরিমাণ জানা থাকলে সহজেই একটি পুষ্টিকর খাদ্য তালিকা তৈরি করে নেওয়া সম্ভব।  

একবাটি ভাত
একবাটি ভাতে থাকে ১৩৬ ক্যালোরি আর এক ফুল প্লেট ভাতে থাকে ২৭২ ক্যালোরি।

নানরুটি বা পরোটা
মিডিয়াম সাইজের একটা নানরুটিতে থাকে ৭০ ক্যালোরি। অপরদিকে তেলে ভাজা একটা বড় সাইজের পরোটায় থাকে ১২০ ক্যালোরি এবং আলু পরোটায় থাকে ২১০ ক্যালোরি।

একবাটি সুজির হালুয়া
ছোট একবাটি সুজির হালুয়ায় থাকে কমবেশি ৩৭৯ ক্যালোরি। সুজির হালুয়ায় এতো বেশি ক্যালোরি থাকার কারণ, এতে অনেক মাত্রায় দেশি ঘি ও চিনি ব্যবহার করা হয়।

১টি সিঙ্গাড়া
সিঙ্গাড়ায় অনেক বেশি পরিমাণ আলু থাকে এবং ডুবো তেলে ভাজা হয় বলে ছোট একটি সিঙ্গাড়ায় থাকে ১২৩ ক্যালোরি।

এককাপ চা
এক চা-চামচ দুধ ও ২ চা-চামচ চিনি দেওয়া এককাপ চায়ে থাকে ৩৭ ক্যালোরি। চায়ের সঙ্গে যতো বেশি দুধ ও চিনি মেশাবেন এর ক্যালোরির পরিমাণ ততোই বাড়বে।

এককাপ কফি
কফিতে ক্যালোরির পরিমাণ চায়ের চেয়ে অনেক বেশি। চায়ের সমপরিমাণ দুধ ও চিনিতে এককাপ কফিতে থাকে ১৫০ ক্যালোরি।

ডাল
৩০ গ্রাম রান্না করা মুগডালে থাকে ১০৪ ক্যালোরি। অন্য ডালে ক্যালোরির পরিমাণ বিভিন্নরকম।  

পুরি
মিডিয়াম সাইজের একটি আটার পুরিতে থাকে ১২৫ ক্যালোরি।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।