ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমের জরুরি বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের তালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
শেবাচিমের জরুরি বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের তালা শেবাচিমের জরুরি বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের তালা-ছবি-বাংলানিউজ

বরিশাল: চিকিৎসকদের বিরুদ্ধে মামলার ঘটনায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার  (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তারা তালা লাগিয়ে দেন। প্রায় আধাঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ আসলে তারা খুলে দেন।

 এতে নতুন রোগী ভর্তি ও চিকিৎসা সেবা ব্যাহত হয়।

ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক চলছে।

ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজু আহমেদ বলেন, রোগীর স্বজনদের কাছে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে পাল্টা মামলা দেওয়ায় তারা আন্দোলন করছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।