ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বেসরকারি হাসপাতালে ৫০ শতাংশ শিশুর জন্মই সিজারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বেসরকারি হাসপাতালে ৫০ শতাংশ শিশুর জন্মই সিজারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)

ঢাকা: বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোতে ৫০ শতাংশের বেশি শিশু সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

১ থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭ উপলক্ষে সোমবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে এ হার ২৫ শতাংশ পর্যন্ত।

যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত ১৫ শতাংশের চেয়ে তুলনামূলক ১০ শতাংশ বেশি।

তিনি বলেন, অনৈতিক কাজ সব সেক্টরেই হয়। সিজার কেবল চিকিৎসকরা বাণিজ্যিক দিক চিন্তা করেই করেন, এ তথ্য সঠিক নয়। প্রসব-বেদনা ভোগ করতে চান না বলেই সিজার পদ্ধতি বেছে নেন বেশির ভাগ মা। আবার চিকিৎসকদের তাড়াহুড়োর জন্যও সিজার হয়। তবে, সিজারের ফলে মায়েদের শরীরে স্থায়ী দুর্বলতা সৃষ্টি হয়।

সিজার থেকে ফেরাতে সরকার মিডওয়াইফ তৈরি করছে। সব হাসপাতালে মিডওয়াইফ নিয়োগ করতে পারলে এ সংখ্যা কমে আসবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।